নবাবগঞ্জে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ ভাঙচুর

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

২৩ জানুয়ারী, ২০২২, ২ years আগে

নবাবগঞ্জে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ ভাঙচুর
নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ | পত্রিকা একাত্তর

ঢাকার নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও শোল্লা ইউনিয়ন পরিষদের নৌকার প্রার্থী মোঃ মিজানুর রহমান ভূইয়া কিসমত উপজেলার যত স্বতন্ত্র/বিদ্রোহী প্রার্থী আছে তাদের কে যে কোন মূল্যে এলাকা ছাড়া করার নির্দেশে দিয়েছেন আওয়ামী লীগের অঙ্গসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবকলীগ নেতাদের।

তিনি গত ২২ জানুয়ারি রাতে উপজেলার কৈইলাইল ইউনিয়নের মেলেং মাঠে নৌকার প্রার্থী বশির আহমেদের সমর্থনে অনুষ্ঠিত এক জনসভায় ভাষন প্রদানকালে এ আদেশ দেন। তিনি বিদ্রোহী প্রার্থীদের উদ্যেশ্য করে বলেন, আজকে রাতের মধ্যে আপনারা যেখানে থাকেন দয়া করে দলের স্বার্থে, মাননীয় প্রধানমন্ত্রী ও আমাদের এমপি মহোদয় এর স্বার্থে আজকের মধ্যে নিজেদের প্রত্যাহারের ব্যবস্থা করেন। নইলে অন্যান্য নেতৃবৃন্দের মত আমিও একই সুরে বলতে চাই কৈলাল ইউনিয়নের যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ আপনাদের দায়িত্ব রইলো তাদেরকে কৈইলাইল ছাড়া করে দেওয়া। তারা কৈইলাইল থাকতে পারবে না, যেকোনো মূল্যে তাদেরকে কৈইলাইল থেকে বিতাড়িত করতে হবে । উপজেলায় অন্য অন্যান্য যারা (বিদ্রোহী) আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ঘোষণার পর থেকে উপজেলার অধিকাংশ ইউনিয়নে কোন বিদ্রোহী প্রার্থীকে প্রচারণায় দেখা যায়নি। অনেকে তাদের ঘরবাড়িতে আক্রমণ ও ভাংচুরের অভিযোগ করছে।

কৈইলাইল ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন আহমেদ অভিযোগ করেন, তাকে প্রচারণায় নামতে দেওয়া হচ্ছেনা, তার নির্বাচনী ক্যাম্পের পোষ্টার ছিরে ফেলছে, আরেক প্রার্থী পান্নু মিয়ার পরিবারের লোকজন বলছেন নৌকার প্রার্থীর লোকজন সকালে তাদের বাড়ীতে দলবল নিয়ে হামলা চালিয়েছে।

একই অভিযোগ আরেক বিদ্রোহী প্রার্থী হুমায়ন কবিরের কর্মীসমর্থকদের। শিকারী পাড়া ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী আইযুব মোল্লার বাড়ীতে হামলা চালিয়েছে ভাংচুরের অভিযোগ উঠেছে নৌকার প্রার্থী আলীমুর রহমান খান পিয়ারর ছেলে তানভিরের বিরুদ্ধে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান জানান, এ নিয়ে এখনো পর্যন্ত আমরা কোন লিখিতি অভিযোগ পাইনি। আর কৈলাইল ইউনিয়নটি আমার আওতার বাহিরে হওয়ায় এখানে আমার কোন হাত নেই। তবে যেহেতু উপজেলার সামগ্রিক বিষয় নিয়ে কথা হয়েছে তাই অভিযোগ পেলে অবস্যই ব্যবস্থা নেওয়া হবে।

পত্রিকা একাত্তর/ শিপন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news