করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবতার দেয়াল—চিলাহাটি’ এর উদ্যোগে সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১শে জানুয়ারী) জুম্মার নামাজের পর চিলাহাটি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় মসজিদে আগত মুসল্লি ও সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক প্রচারণা চালায় ‘মানবতার দেয়াল চিলাহাটি’ নামক সংগঠনটি। এতে নেতৃত্ব দেন—মানবতার দেয়াল চিলাহাটি’র প্রধান প্রতিষ্ঠাতা মো. তৌকির আহমেদ মিরাজ।
এসময় আরও উপস্থিত ছিলেন—মানবতার দেয়াল চিলাহাটির আরেক অন্যতম প্রতিষ্ঠাতা মো. সিরাজুল ইসলাম সিরাজ, সভাপতি লেবু মিয়া, সাধারণ সম্পাদক মো. রাইসুল ইসলাম রুবেল, প্রচার সম্পাদক মো. মাহমুদ হাসান প্রমুখ। উল্লেখ্য, সংগঠনটি ২০১৯ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে শীতার্ত মানুষদের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র সংগ্রহের চেষ্টা করে। এছাড়া বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছে সংগঠনটি।
পত্রিকা একাত্তর/আজমির রহমান রিশাদ
চিলাহাটিতে করোনা প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ অনুষ্ঠিত
২১ জানুয়ারী, ২০২২, ১ year আগে
