হিলি স্থলবন্দরে পাসপোর্টধারী এক যাত্রীর মৃত্যু


উপজেলা প্রতিনিধি, বিরামপুর প্রকাশের সময় : ৩১/১০/২০২২, ৯:২০ অপরাহ্ণ / ৭৮
হিলি স্থলবন্দরে পাসপোর্টধারী এক যাত্রীর মৃত্যু

দিনাজপুর জেলার হিলি স্থলবন্দরে পাসপোর্টধারী এক যাত্রীর মৃত‍্যু হয়েছে। মৃত‍্যু ব‍্যক্তির নাম রয়েল(৪২)। সে দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার মিল রোড এলাকার তাছির উদ্দিনের ছেলে।

হিলি ইমিগ্রেশন সূত্রে জানা যায়, গত ২৮শে অক্টোবর রয়েল ভ্রমণের উদ্দেশে হিলি চেকপোস্ট দিয়ে ভারত প্রবেশ করেন। সোমবার (৩১শে অক্টোবর) দুপুরে তিনি হিলি চেকপোস্ট দিয়ে ভারত থেকে বাংলাদেশে আসার সময় হঠাৎ স্ট্রোক করেন।

এসময় তাকে উদ্ধার করে বাংলাদেশ ইমিগ্রেশনের কার্যক্রম শেষ করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানকার দায়িত্বরত চিকিৎসক মো. হুমায়ুন কবির তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি ইমিগ্রেশন ওসি মো.বদিউজ্জামান।

পত্রিকা একাত্তর / এবিএম মুছা