আবারও হিমালয় পর্বতমালার কাঞ্চনজঙ্ঘার সাক্ষাৎ মিলেছে উত্তর জনপদের নীলফামারীর ডোমার উপজেলা থেকে। বিভিন্ন এলাকা থেকে অনেকটা স্পষ্টভাবে দেখা যাওয়ায় উচ্ছ্বসিত ডোমারবাসী।
সোমবার (৩১শে অক্টোবর) সকাল ৮টা থেকে দিনের বেশিরভাগ সময় আকাশ পরিষ্কার থাকায় ডোমার উপজেলা শহর সহ বিভিন্ন উঁচু এলাকা থেকে দেখা গিয়েছে পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। নভেম্বরের প্রথম সপ্তাহে পর্বতশৃঙ্গটি আরও একবার উঁকি দিবে বলে জানা যায়।
চিলাহাটির তরুণ হাবিবুর রহমান হাবিব জানান, আজ সকাল থেকে বেলা ১১টা অব্ধি স্থলবন্দর গেট থেকে পশ্চিম দিকের আকাশে কাঞ্চনজঙ্ঘার দেখা পাই। নান্দনিক সৌন্দর্যে ঘেরা ভারত-নেপাল সীমান্তের কাঞ্চনজঙ্ঘার দেখা পেয়েছে খোদ বাংলাদেশ থেকে। অবিস্মরণীয় হয়ে থাকবে আমার মনে।
ডোমারের সলেমান বিন বাপ্পী নামে এক তরুণ বলেন, আজ হঠাৎ ধানক্ষেত বিস্তৃত দোলা পেরিয়ে কাঞ্চনজঙ্ঘা উঁকি দিয়েছে। আমরা সত্যিই অনেক ভাগ্যবান। সবাই পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে যায়। আর আমাদের সময় সংকীর্ণতার কারণে যেতে না পেরে আফসোস এবার ঘুচে গেল। পর্বতশৃঙ্গটির অপরূপ দৃশ্যে আমি পুলকিত।
উল্লেখ্য, শীতকালের আগে বছরের অক্টোবর-নভেম্বর মাসে বাংলাদেশের উত্তরবঙ্গের পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী ও লালমনিরহাট জেলা থেকে পশ্চিমাকাশ থেকে ভারতের সিকিম রাজ্যের ভারত-নেপাল সীমান্তে অবস্থিত পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার দেখা পান বাঙালিরা।
পত্রিকা একাত্তর / রিশাদ