রামপালে বিপদাপন্নতা বিশ্লেষণ ও আলোচনা সভা

উপজেলা প্রতিনিধি, বাগেরহাট সদর

উপজেলা প্রতিনিধি, বাগেরহাট সদর

৭ সেপ্টেম্বর, ২০২২, ১ year আগে

রামপালে বিপদাপন্নতা বিশ্লেষণ ও আলোচনা সভা

বাগেরহাটের রামপালে “বিপদাপন্নতা বিশ্লেষণ” শিরোনামে বিশুদ্ধ পানি ও উপজেলার অন্যান্য সংকট নিরসনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৭ সেপ্টেম্বর) সকালে বাঁধন মানব উন্নয়ন সংস্থা এবং একশনএইড বাংলাদেশের সহযোগিতায় যুব স্বেচ্ছাসেবী প্লাটফরম এক্টিভিস্টা বাগেরহাটের আয়োজনে রামপাল উপজেলা পরিষদ লিমনায়তনে এই আলোচনা সভা হয়।

সভায় বক্তব্য দেন, রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: শাহিনুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মতিউর রহমান, সহকারী পল্লী উন্নয়ন অফিসার মোঃ হাবিবুর রহমান, সিডিপির খুলনা বিভাগীয় সম্নয়কারী ইকবাল হোসেন বিপ্লপ, জন¯স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলীইমরান হোসেন, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোঃ মাহমুদুল হাসান।বক্তারা বলেন, রামপাল উপজেলা একটি বিশেষ বিপদাপন্ন এলাকা।

রামপালের বাইনতলা ১ নং ওয়ার্ডের বাসিন্দা শেখ আবু তালেব জোর দাবিতে তুলে ধরেন যায় জোয়ারের সামান্য পানি বৃদ্ধিতে তলিয়ে যায় এক নম্বর ওয়ার্ডের তিনটি গ্রাম তারা বলেন এক কিলোমিটার জায়গা যদি সেমি ভেরি বাদ অথাবা সুইচগেট যদি স্থাপন করা হয় তা হলে বাঁচতে পারবে তিনটি গ্রামের এক হাজার মানুষ উক্ত দাবি পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোঃ মাহমুদুল হাসান গ্রামটি বাঁচাতে সুইচগেট অথবা ভেরি বাদ দেয়ার আশ্বাস দেন পানির অপর নাম জীবন বলা হয়ে থাকে কিন্তু এই এলাকার মানুষের সেই বিশুদ্ধ পানির তীব্র সংকট।

এছাড়া ও প্রতিনিয়ত লবণাক্ত পানির কারণে তেমন কোনো ফসল উৎপাদন হচ্ছে না । ঘূর্ণিঝড়, নদী ভাঙ্গন, জোয়ারের অত্যাধিক পানির মতো নানাবিধ সমস্যার মুখোমুখি হচ্ছে এই এলাকার মানুষ। যার ফলে মৌলিক অধিকার থেকেও তারা বঞ্চিত হচ্ছে। এসব সমস্যা সমাধানে এক্টিভিস্টা বাগেরাহাটের ¯স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের আশ্বাস দেন বক্তারা।

পত্রিকা একাত্তর /আবু তালেব

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news