দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম জনি(২৮)।সে পেশায় একজন রং মিস্ত্রি। নিহত যুবকের বাড়ী উপজেলার শিবনগর ইউপির দক্ষিণ বাসুদেবপুর কানাহার ডাঙ্গাল মো: আতাউর রহমানের ছেলে।
ঘটনাটি ঘটেছে শনিবার(২৯ অক্টোবর)দিবাগত রাতে ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির ঘাটপাড়া (মাছুয়াপাড়া) এলাকায়।
রবিবার(৩০ অক্টোবর) সকালে ঘাটপাড়া (মাছুয়াপাড়া) গ্রামে স্থানীয় লোকজন পরিত্যক্ত জমিতে যুবকের লাশ পড়ে থাকতে দেখে ফুলবাড়ী থানায় খবর দিলে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে যান এবং লাশ উদ্ধার করে দিনাজপুর এমআব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ সময় ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান ঘটনা স্থল পরিদর্শন করেন। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ আশ্রাফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,লাশ ময়না তদন্ত জন্য দিমেক হাসপাতালে প্রেরন করা হয়েছে।
পত্রিকা একাত্তর / এবিএম মুছা
আপনার মতামত লিখুন :