অক্সিজেন সিলিন্ডার কনসেন্ট্রেটর ও আইপিএস হস্তান্তর

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

১ সেপ্টেম্বর, ২০২২, ১ year আগে

অক্সিজেন সিলিন্ডার কনসেন্ট্রেটর ও আইপিএস হস্তান্তর

স্থানীয় সরকার বিভাগের ‘উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প’ (ইউজিডিপি) এর বরাদ্দকৃত অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেন কনসেন্ট্রেটর ও আইপিএস নীলফামারীর ডোমার উপজেলা পরিষদের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (৩১শে আগস্ট) ডোমার উপজেলা পরিষদের প্রতিনিধি দল ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সেবার মানোন্নয়নের নিমিত্তে ২০ টি অক্সিজেন সিলিন্ডার, ১টি অক্সিজেন কনসেন্ট্রেটর ও ৬ কেভিএ ক্ষমতাসম্পন্ন বড় আইপিএস উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রায়হান বারী’র কাছে হস্তান্তর করে।

এসময় উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তপন কুমার রায় সহ প্রকৌশলীবৃন্দ ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ।

প্রকল্পটির আওতায় বরাদ্দকৃত অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেন কনসেন্ট্রেটর ও আইপিএস সরবরাহে উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে উপজেলা পরিষদকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news