নীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গা চৌপথী কেন্দ্রীয় জামে মসজিদের তালা ভেঙে প্রবেশ করে স্টিলের আলমারি কেটে গচ্ছিত ৩১ হাজার টাকা চুরি হয়েছে। থানায় লিখিত অভিযোগ দিয়েছে মসজিদ পরিচালনা কমিটি।
শনিবার (২৯শে অক্টোবর) ফজরের নামাজের সময় মুসল্লিরা জানতে পারেন উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের পাঙ্গা চৌপথী কেন্দ্রীয় জামে মসজিদের তালা ভেঙে প্রবেশ করে আলমারির পিছন দিক কেটে গচ্ছিত ৩১ হাজার টাকা নিয়ে যায় চোরেরা। এতে উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী।
পাঙ্গা চৌপথী কেন্দ্রীয় জামে মসজিদের পরিচালনা কমিটি সুত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত আনুমানিক তিনটার মধ্যে কোনো এক সময়ে মসজিদে চুরির ঘটনাটি ঘটে। আলমারিতে ইমাম ও মুয়াজ্জিনের বেতন-ভাতার জন্যে ৩১ হাজার টাকা গচ্ছিত ছিল। স্টিলেত আলমারির পিছন দিকে কেটে টাকাগুলো নিয়ে যায় চোরেরা। মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. আবু হোসেন বাদী হয়ে ডোমার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এবিষয়ে ৬নং পাঙ্গা মটুকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম ভুট্টো চুরির বিষয়টি নিশ্চিত করে জানান, মসজিদের কয়েকটি তালা ভেঙে চোর টাকাগুলো নিয়ে যায়। মসজিদ কমিটি আইনি ব্যবস্থা গ্রহণ করছে। চোরকে খুঁজে বের করে জনসম্মুখে আনবে বলে আশাবাদী চেয়ারম্যান।
পত্রিকা একাত্তর/রিশাদ