নন্দীগ্রামে বঙ্গবন্ধু চত্বরে ককটেল বিস্ফোরণের অভিযোগ

উপজেলা প্রতিনিধি, নন্দীগ্রাম

২৮ আগস্ট, ২০২২, ১ year আগে

নন্দীগ্রামে বঙ্গবন্ধু চত্বরে ককটেল বিস্ফোরণের অভিযোগ

বগুড়ার নন্দীগ্রামে বঙ্গবন্ধু চত্বরে ককটেল বিস্ফোরণের অভিযোগ পাওয়া গেছে।

রবিবার (২৮ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় সুত্রে জানা গেছে, জাতীয় শোক দিবস উপলক্ষে রবিবার বিকেলে বঙ্গবন্ধু চত্বরে উপজেলা ছাত্রলীগ শোক সভার আয়োজন করে। সন্ধ্যার আগেই সভা শেষ করে নেতাকর্মীরা যে যার মত চলে যায়।

এরপর রাত সাড়ে ৮ টার দিকে ককটেল বিস্ফোরণের বিকট শব্দে আতংকিত হয়ে পড়েন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত জব্দ করে।নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা বলেন, কে বা কারা বঙ্গবন্ধু চত্বরে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে বলে শুনেছি।

এ ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে দ্রুত গ্রেপ্তার না করলে নাশকতার পুনরাবৃত্তি ঘটবে।নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, বিকট শব্দ হয়েছে। তবে সেটি ককটেল কি না বলতে পারছি না। ঘটনাস্থল থেকে ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে।

পত্রিকা একাত্তর /আব্দুল আহাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news