বশেমুরবিপ্রবিতে অসদাচরণে ভর্তি পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল

বশেমুরবিপ্রবি প্রতিনিধি

১৩ আগস্ট, ২০২২, ১ year আগে

বশেমুরবিপ্রবিতে অসদাচরণে ভর্তি পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষা চলাকালে অসদাচরণের অভিযোগে এক পরীক্ষার্থীকে আটক করা হয়। আটককৃত মীর নিহান নামের ঐ শিক্ষার্থী গোপালগঞ্জের স্থানীয় বাসিন্দা।

জানা যায়, শনিবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৮০৮ নম্বর কক্ষে পরীক্ষা চলাকালে ওই পরীক্ষার্থী কর্তব্যরত শিক্ষকের সঙ্গে অসদাচরণ করেন। পাশাপাশি স্থানীয় পরিচয় দিয়ে ঐ শিক্ষককে দেখে নেওয়ার হুমকি দেন।

পরে কর্তব্যরত শিক্ষকরা গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষায় প্রচলিত আইন অনুযায়ী তার পরীক্ষা বাতিলসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করেন।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আটককৃত ঐ পরীক্ষার্থীকে পুলিশের সোপর্দ করা হয়। সর্বশেষ আনুমানিক দুপুর দুইটার দিকে উক্ত শিক্ষার্থীকে মুচলেকার মাধ্যমে ছেড়ে দেয়া হয়।

এ বিষয়ে পরীক্ষার হলে কর্তব্যরত শিক্ষক তন্বী সাহা বলেন, ঐ শিক্ষার্থী কথাবার্তা বলতে থাকায় তার সিট পরিবর্তন করতে গেলে অসদাচরণ করে এবং হুমকি দেয়। পরবর্তীতে আমরা বিষয়টি প্রক্টরিয়াল বডিকে জানাই।

পত্রিকাএকাত্তর /ইয়ামিনুল হাসান

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news