নীলফামারীর ডোমারে মাধ্যমিক পর্যায়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উপজেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও বিজ্ঞান সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪শে অক্টোবর) সকালে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের উপজেলা বিজ্ঞান ক্লাবে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত কুইজ ও বিজ্ঞান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলম।
এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম, একাডেমিক সুপারভাইজার মো. সাফিউল ইসলাম, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রবিউল আলম, ডোমার ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. শামসুদ্দিন হোসাইনী সুফি, সোনারায় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমণী কান্ত রায়, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আসাদুজ্জামান (আসাদ) প্রমূখ।
বিজ্ঞান সভায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক (বিজ্ঞান) সহ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন এবং কুইজ প্রতিযোগিতায় অংশ নেন।
পত্রিকা একাত্তর/রিশাদ