“আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে সড়ক দুর্ঘটনা রোধকল্পে ট্রাফিক সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে ডোমার থানা পুলিশ।
সোমবার (২৪শে অক্টোবর) সকাল থেকে দিনব্যাপী ডোমার উপজেলা শহরের বিভিন্ন পয়েন্টে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবীর নেতৃত্বে পুলিশ সদস্যরা সাধারণ মোটরসাইকেল আরোহী, অন্যান্য যানবাহন চালকদের মাঝে ট্রাফিক সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম পরিচালনা করেন।
এসময় ডোমার থানার পুলিশ সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে জনসাধারণের মাঝে ট্রাফিক সম্পর্কিত সচেতনতা তৈরির লক্ষ্যে বিভিন্ন প্রচারণা চালান। এছাড়া হেলমেট পরিহিত সকল মোটরসাইকেল আরোহীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
পত্রিকা একাত্তর/রিশাদ