দশমিনায় নদী দখল করে ভবন নির্মানের চেষ্টা, চলছে উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

১৩ জানুয়ারী, ২০২২, ২ years আগে

দশমিনায় নদী দখল করে ভবন নির্মানের চেষ্টা, চলছে উচ্ছেদ অভিযান

দশমিনার বুড়া গৌরাঙ্গ নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ।

দশমিনার রণগোপালদী ইউনিয়নের বাজারের কাছে স্থানীয় ইট বালু ব্যবসায়ী ফিরোজ আহমেদ তীর থেকে নদীর প্রায় ৩৫ থেকে ৪০ গজেরও বেশি ভেতরে অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণ কাজ শুরু করেছিলেন ।

ওই স্থানটিতে গত কয়েক দশক ধরে ফেরিঘাট এবং লঞ্চঘাট ছিলো বলে জানান স্থানীয়রা। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) আব্দুল কাইয়ুম ঘটনা স্থলে গিয়ে তাৎক্ষণিকভাবে নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেন।

এসময় ফিরোজ আহমেদ দাবি করেন, ওই জমি রণগোপালদী ইউনিয়নের বাসিন্দা আব্দুল জলিল মৃধার কাছ থেকে ২৬ শতাংশ জমি ক্রয় করেন এবং তার কাছে যাবতীয় কাগজপত্র রয়েছে।

নদীর জায়গা কেনাবেচা করা যায়না। তবে কিভাবে তিনি ওই জমি কিনলেন এমন প্রশ্নের সদুত্তর দিতে পারেননি তিনি।

স্থানীয় বাসিন্দারা জানান, দখলকৃত জায়গাটি চরাঞ্চল থেকে আসা লঞ্চ ঘাট হিসেবে দেখে এসেছেন তারা।

প্রতিদিন সেখানেই লঞ্চ ট্রলার ঘাটদিয়ে থাকে রনগোপালদী বাজারে এছাড়া আপাততকোন লঞ্চ ঘাট নেই। সাধারন মানুষের যাতায়াতেরসুবিধার্থে পুনরায় লঞ্চ ঘাটের দাবি এলাকাবাসীর।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news