বুস্টার ডোজ দিবস পালনের সিদ্ধান্তে স্বাস্থ্য অধিদপ্তর

নেত্রকোণা জেলা প্রতিনিধি

২০ জুলাই, ২০২২, ১ year আগে

বুস্টার ডোজ দিবস পালনের সিদ্ধান্তে স্বাস্থ্য অধিদপ্তর

''করোনা'' বিশ্বে এক মহা আতংকের নাম। মাত্র অল্প দিনের ব্যবধানে সমগ্র বিশ্বকে জিম্মি করে নিয়েছিল তিনটি বর্ণের এই একটি আতংক।

আজ ১৯ জুলাই, ২০২২ তারিখ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী বুস্টার ডোজ দিবস পালনের সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য অধিদপ্তর।

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি বিবেচনায় দ্বিতীয় ডোজ প্রদানের পাশাপাশি সারাদেশব্যপী ৭৫ লাখ টিকা বুস্টার ডোজ হিসেবে প্রদান করা হচ্ছে আজ।

উক্ত ক্যাম্পেইনের অংশ হিসেবে নেত্রকোণা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ নেত্রকোণা সদর উপজেলার সতরশ্রী কমিউনিটি ক্লিনিক ও সিংহের বাংলা কমিউনিটি ক্লিনিকে করোনা ভাইরাসের বুস্টার ডোজ টিকা প্রদান কার্যক্রম পরিদর্শন করেন।

এ ক্যাম্পেইনের পাশাপাশি স্থায়ী কেন্দ্রগুলোতে নিয়মিত টিকাদান চলমান থাকবে বলেও জানান।এছাড়াও আজ নেত্রকোণা সদর উপজেলার পাশাপাশি জেলার সকল উপজেলায় বুস্টার ডোজ প্রদান সংক্রান্ত এ কার্যক্রম চলমান রয়েছে।

পত্রিকাএকাত্তর /খোকন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news