ডোমারে ভোক্তা অধিকার অভিযানে জরিমানা

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

১৯ জুলাই, ২০২২, ১ year আগে

ডোমারে ভোক্তা অধিকার অভিযানে জরিমানা

মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য রাখার অপরাধে নীলফামারীর ডোমার উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার (১৮ই জুলাই) দুপুরে উপজেলার সোনারায় ইউনিয়নের ফার্মহাট বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নীলফামারী জেলার সহকারী পরিচালক মো. শামসুল হক’র নেতৃত্বে পরিচালিত ভোক্তা অধিকার সংরক্ষণ অভিযানে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য রাখার অপরাধে জরিমানা করা হয়।

অভিযানে সিরাজুল স্টোরকে ১ হাজার টাকা, আল-আমিন স্টোরকে ২ হাজার টাকা এবং মা মিষ্টান্ন ভাণ্ডারকে ২ হাজার টাকা সহ মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য জব্দ করে তা জনসম্মুখে ধ্বংস করা হয় ও জনগণকে অভিযান পরিচালনায় সহযোগিতার জন্য ধন্যবাদ প্রদান করা হয়।

অভিযানে প্রসিকিউটিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আল-আমিন রহমান। এছাড়া অভিযান পরিচালনায় সহযোগিতা করেন—ডোমার থানার এএসআই মোস্তফা কামাল, পুলিশ সদস্য লুৎফর ও নুরু প্রমূখ।

পত্রিকা একাত্তর/ রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news