ছুরিকাঘাতে শ্রমিক নিহতের ঘটনায় বিক্ষোভে উত্তাল দেশের অন্যতম প্রধান নিত্যপণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের চাক্তাই-খাতুনগঞ্জ। বুধবার (১৯ অক্টোবর) সকাল থেকে লোড-আনলোড বন্ধ রেখে বিক্ষোভ করছেন শ্রমিকেরা। এর ফলে কার্যত বেচাকেনা বন্ধ হয়ে পড়েছে।
সরেজমিন গিয়ে দেখা যায়, বিক্ষুব্ধ শ্রমিকেরা মিছিল, সমাবেশ করছেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিছু দোকানপাট খোলা হলেও ক্রেতাশূন্য।
হামিদ উল্লাহ মার্কেট আড়তদার সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস বলেন, শ্রমিকদের বিক্ষোভের কারণে পণ্য লোড-আনলোড বন্ধ রয়েছে। গত সোমবার সন্ধ্যার দিকে খাতুনগঞ্জের চাঁন মিয়া গলিতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন শ্রমিক মাসুদ। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ২৭ নম্বর সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন।
কয়েক দফা অস্ত্রোপচার শেষে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। বুধবার (১৯ অক্টোবর) ভোরে তিনি মৃত্যুবরণ করেন। এ খবর ছড়িয়ে পড়লে শ্রমিকেরা ফের পণ্য ওঠানামা বন্ধ রেখে বিক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে পরে। বিক্ষোভ সমাবেশ চালিয়ে যায়। খাতুনগঞ্জে সড়কের বিভিন্ন জায়গায় ঠেলাগাড়ি উল্টে দিয়ে সড়ক অবরোধ করেন শ্রমিকেরা।
এদিকে হামলার ঘটনায় পিকআপ চালক মোহাম্মদ রাসেল (২৩) ও আরো ৫-৭ জনকে অজ্ঞাত আসামি করে কোতোয়ালী থানায় মামলা করেছেন নিহত শ্রমিক মাসুদের ছেলে মোহাম্মদ বাবুল (২১)।
চট্টগ্রাম মেট্রোপলিট্রন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা বলেন, একজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা হয়েছে। হামলাকারীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।
পত্রিকা একাত্তর / ইসমাইল ইমন