এবার স্বাস্থ্য কমপ্লেক্সে তিন জমজ শিশুর জন্ম

জেলা প্রতিনিধি, বান্দরবান

২৩ জুন, ২০২২, ১ year আগে

এবার স্বাস্থ্য কমপ্লেক্সে তিন জমজ শিশুর জন্ম

আলীকদম উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নে তৈন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ।

বান্দরবান আলীকদম উপজেলার ২ন চৈক্ষ্যং ইউনিয়নের রেপার পাড়া তৈন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে অস্ত্রোপচার ছাড়াই তিন সন্তানের জন্ম দেন ওই নারী।

সে উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নে ২নং ওয়ার্ড়ের নুরুল কবির মেম্বার বাসিন্দা সালেহা বেগম ও মৃত- মোঃ আখতার হোসেন মেজো মেয়ে সাথী আক্তার (২২) তার স্বামীর নাম রিদুয়ান ইসলাম।

তৈন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের প্রসূতি চিকিৎসক মমতাজ বেগম জানান, গতকাল বুধবার বেলা ১১টার সময় ডেলিভারি সম্পুর্ন হয়।

এসময় চিকিৎসক জানাই তিন নবজাতকসহ ও তাদের মা সুস্থ আছেন। বর্তমানে মা ও তিন শিশুকন্যা তাদের নিজ বাড়িতে অবস্থান করছেন।

প্রসূতি চিকিৎসক মমতাজ বেগম বলেন তৈন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এই প্রথম তিন নবজাতক তিন কন্যা শিশুর জন্ম ও ডেলিভারি করানো হয়।

আলীকদম মা ও শিশু স্বাস্থ্য বিভাগ পরিবার পরিকল্পনা বিভাগের মেডিক্যাল অফিসার জনাব ডাঃ বেলাল উদ্দিন বলেন, মা সহ তার তিনটি কন্যা সুস্থ আছেন ও বাড়িতে অবস্থানরত আছেন।

পত্রিকাএকাত্তর /বান্দরবান

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news