ডোমারে শিক্ষার্থীদের মাঝে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের উদ্বোধন

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

৮ জানুয়ারী, ২০২২, ২ years আগে

ডোমারে শিক্ষার্থীদের মাঝে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের উদ্বোধন

করোনা প্রতিরোধে নীলফামারীর ডোমার উপজেলার ১২–১৭ বছর বয়সী শিক্ষার্থীদের ফাইজার কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৮ই জানুয়ারী) ডোমার আঞ্চলিক বাঁশ গবেষণা কেন্দ্রে উপজেলা প্রশাসন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও জানো প্রকল্পের সহযোগিতায় এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন– উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রায়হান বারী।

এসময় উপস্থিত ছিলেন– ডোমার উপজেলা মাধ্যমিক কর্মকর্তা শাকেরিনা বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (এমওডিসি) ডা. আবুল আলা, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. আব্দুল মালেক সরকার, সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক মো. বেলাল উদ্দীন, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আল-আমিন রহমান প্রমুখ।

ডোমার উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. মো. রায়হান বারী জানান, বিপুল উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে নীলফামারীর ডোমার উপজেলার ১২-১৭ বছর বয়সী সকল শিক্ষার্থীদের ফাইজার টিকার আওতায় আনতে টিকাদান কার্যক্রমের উদ্বোধন হয়েছে। প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার কেন্দ্রে কেন্দ্রে দ্রুত সকলের মাঝে টিকাদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। করোনা প্রতিরোধে ডোমারের মানুষ বেশ সহযোগিতা করছেন।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news