ডোমারে পিঁয়াজের বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

১৬ জুন, ২০২২, ১ year আগে

ডোমারে পিঁয়াজের বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠিত

‘কৃষিই সমৃদ্ধি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ২০২১-২২ অর্থবছরে খরিপ এবং ২০২২-২৩ মৌসুমে গ্রীষ্মকালীন পিঁয়াজ বীজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ই জুন) সকাল ১১টায় ডোমার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত বিনামূল্যে পিঁয়াজ বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবু বক্কর সিদ্দীক। এতে সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলম।

এসময় আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন—ডোমার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আনিসুজ্জামান, ডোমার উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আব্দুল মালেক সরকার, সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ প্রমূখ।

উল্লেখ্য, ডোমার উপজেলার ৭০জন কৃষকদের মাঝে বিনামূল্যে পিঁয়াজ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে গ্রীষ্মকালীনএন-৫৩ ভ্যরাইটির এক কেজি পিঁয়াজ বীজ, ২০ কেজি পটাশ এবং ২০ কেজি ডিএপি সার, পলিথিন, বিভিন্ন উপকরণ সহ নগদ ২ হাজার ৮০০ টাকা বিতরণ করা হয়।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news