বরগুনার আমতলীতে জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে দুই প্রার্থী সমান ভোট পেয়েছেন। পরে লটারির মাধ্যমে নির্বাচিত হয়েছেন মো. আহারুজ্জামান আলমাস খান।
সোমবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় বরগুনা জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ লটারি অনুষ্ঠিত হয়। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, জেলা পরিষদ নির্বাচনে সাধারণ আসন-২ আমতলী উপজেলায় দুজন প্রার্থী আবুল বাসার নয়ন মৃধা ও আহারুজ্জামান আলমাস খান ৪৫ করে ভোট পেয়েছেন। আরেক প্রার্থী অ্যাডভোকেট আরিফ উল হাসান আরিফ পেয়েছেন ১২ ভোট।
সংরক্ষিত মহিলা সাধারণ সদস্য-১ (আমতলী, তালতলী ও বরগুনা সদর) নির্বাচিত হয়েছেন মিসেস জেসমিন আলম। অন্যদিকে জেলা পরিষদ চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বরগুনা জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক হাবিবুর রহমান জানান, জেলায় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সাধারণ সদস্য পদে আমতলীতে দুজন প্রার্থী সমান সংখ্যক ভোট পান। পরে লটারির মাধ্যমে একজন নির্বাচিত হন।
পত্রিকা একাত্তর / মনিরুল ইসলাম