উত্তর ভোগডাবুরী উচ্চ বিদ্যালয়ের নিয়োগ: অবশেষে পরীক্ষা স্থগিত


জেলা প্রতিনিধি, নীলফামারী প্রকাশের সময় : ১৬/১০/২০২২, ৪:০৮ অপরাহ্ণ / ১০৯
উত্তর ভোগডাবুরী উচ্চ বিদ্যালয়ের নিয়োগ: অবশেষে পরীক্ষা স্থগিত

ডোমার উপজেলার উত্তর ভোগডাবুরী উচ্চ বিদ্যালয়ে মোটা অংকের টাকার বিনিময়ে ৩টি পদে নিয়োগ বানিজ্যের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের তোপের মুখে নির্ধারিত প্রার্থীদের নিয়োগ দিতে গতকাল ১৫ ই অক্টোবর তাদের নীলফামারী জেলা শহরে নিয়ে গিয়ে সাজানো নিয়োগ পরীক্ষা নেয়ার চেষ্টা করা হয়। কিন্তু শেষ মুহুর্তে চাপে পরে পরীক্ষা স্থগিত করা হয়েছে।

যাদের নিকট থেকে ত্রিশ লাখ টাকা প্রধান শিক্ষক ও কমিটি নিয়েছেন তাদের চাকুরি না হওয়ার সম্ভাবনা দেখা দেওয়ায় কৌশলে নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে নিয়োগ বোর্ড ও সভাপতি এমনটাই ধরণা করা হচ্ছে। ডোমার উপজেলার উত্তর ভোগডাবুরী উচ্চ বিদ্যালয়টি আতা প্রামানিক বংশধর প্রতিষ্ঠিত করেছেন এবং তারা স্কুলটিতে বিভিন্ন সাহায্য সহযোগিতা দিয়ে আসছিলেন।

প্রয়াত এ্যাড: দবির উদ্দিন আহমেদ দীর্ঘ দিন এই স্কুলের পরিচালনা করেছিলেন, পরবর্তীতে তার ভাতিজা সুযোগ্য ব্যক্তি আহছানুল করিম প্রামানিক (ছানু প্রামানিক) স্কুলের সভাপতি হন। তিনি পরিচালনা পরিষদের সভাপতি, তার জামাই ঐ স্কুলের সহসভাপতি। সভাপতি থাকেন নীলফামারীতে, তিনি অসুস্থ, এই সুযোগকে কাজে লাগিয়ে প্রধান শিক্ষক রুহুল আমিন যা ইচ্ছা তাই করে যাচ্ছে। সর্বশেষ চতুর্থ শ্রেণির তিনজন কর্মচারী নিয়োগে বড় ধরনের টাকা পয়সা লেনদেনের খবর পাওয়া গেছে।

ইতিপূর্বে প্রধান শিক্ষক নিয়োগ ব্যাপারে অনিয়ম করেছেন বলে এলাকার মানুষ ও অভিভাবক মহল জানিয়েছেন। অভিভাবকরা আরো জানিয়েছেন যে, স্কুলের লেখাপড়ার মান নি¤œগামী এবং ফলাফল সন্তোষজনক নয়।তারা বলেন, একজন সুযোগ্য সভাপতিকে ফাঁকি দিয়ে প্রধান শিক্ষক স্কুলে যা খুশি তাই করে যাচ্ছেন, এর দায় দায়িত্ব সভাপতিও এড়াতে পারেন না।

স্থানীয়রা বলেন, এক মাসের মধ্যে প্রধান শিক্ষক রুহুল আমিন অবসরে চলে যাবেন, তাই তিনি সবার অগোচরে শেষ সুযোগ নিতে এই পথ বেছে নিয়েছেন। তিনি ইতিপূর্বেও বিভিন্নভাবে টাকা আত্মসাৎ করেছেন বলে জানা গেছে।

পত্রিকা একাত্তর / শাহাজাহান বিপ্লবী সুমন