ডাক্তারি লেখাপড়া বা কোন ডিগ্রী না নিয়ে বড় ডাক্তার

উপজেলা প্রতিনিধি, বাগেরহাট সদর

উপজেলা প্রতিনিধি, বাগেরহাট সদর

১৭ মে, ২০২২, ১ year আগে

ডাক্তারি লেখাপড়া বা কোন ডিগ্রী না নিয়ে বড় ডাক্তার

বাগেরহাটের কচুয়ায় এম এম মনির নামের এক ভূয়া চিকিৎসককে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৭ মে) দুপুরে কচুয়া উপজেলার জিরো পয়েন্ট এলাকায় ওই ভূয়া চিকিৎসকের চেম্বারে অভিযান চালিয়ে জেলা প্রশাসনের সহকারী কমিশনার রোহান সরকার ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে এই দন্ডাদেশ দেন।

এসময় সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মেহেদি হাসান উপস্থিত ছিলেন। দন্ডপ্রাপ্ত এম এম মনির বাগেরহাট পৌর শহরের হরিণখানা এলাকার সোহরাব হোসেনের ছেলে।

সহকারী কমিশনার রোহান সরকার বলেন, প্রাথমিক চিকিৎসার একটি প্রশিক্ষণ নিয়েই তিনি নিজেকে এমবিবিএস পাশ দাবী করে মানুষকে চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। তিনি সাইনবোর্ডে যে রেজিস্ট্রেশন নাম্বারটি লিখেছেন সেটিও ভূয়া।

তার অপরাধ প্রমাণ হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে। এবং চেম্বার বন্ধ করে সিলগালা করে দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, চার বছর ধরে চক্ষু, নাক, গান, গলা, মাথা ব্যথা রোগে অভিজ্ঞ এমন সাইনবোর্ড ঝুলিয়ে স্থানীয়দের সাথে চিকিৎসার নামে প্রতারণা করছিলেন তিনি। তার প্রতারণা ধরা পড়ায় অনেক মানুষ ভূয়া ডাক্তারের হাত থেকে বাচলেন।

পত্রিকা একাত্তর /শেখ আবু তালেব

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news