গভীর সুন্দরবনে সাপের কামড়ে জেলের মৃত্যু


জেলা প্রতিনিধি, সাতক্ষীরা প্রকাশের সময় : ১০/১০/২০২২, ১২:৫১ অপরাহ্ণ / ১৮৪
গভীর সুন্দরবনে সাপের কামড়ে জেলের মৃত্যু

সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বিষাক্ত সাপের ছোবলে এক জেলের মৃত্যু হয়েছে। রোববার রাতে পশ্চিম সুন্দরবন কৈখালী ফরেস্ট স্টেশনের আওতায় এই ঘটনা ঘটে বলে জানান নিহত মোমিন আলী মোল্যার সহকর্মীরা।

নিহত জেলে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পশ্চিম কৈখালী মৃত শাহতাব মোল‍্যার ছোট পুত্র মোঃ মোমিন আলী মোল‍্যা (৫২) গভীর জঙ্গলে মাছ ধরতে যেয়ে বিষাক্ত সাপের কামড়ে মৃত্যু বরন করেন এমন মৃত্যুতে এলাকা জুড়ে যেনো এক শোকের ছায়া নেমে এসেছে।

সুন্দরবন পশ্চিম বিভাগের কৈখালী স্টেশন কর্মকর্তা হারুন – রশীদ বেপারী দৈনিক সাতঘরিয়া পত্রিকাকে জানান, রাত্র আনুমানিক ১২ টায় আমাদের কাছে খবর আসে গভীর রাতে সুন্দরবনের রায়মঙ্গল নামক সুন্দরবন এলাকায় মাছ শিকার করতে গিয়ে সাপের কামড়ে একজন জেলে মারাত্মক অসুস্থ পড়েছে আমরা খবর পাওয়া মাত্রই দ্রুত সেখানে আমাদের দ্রুতগামী ট্রলার সহ আমাদের একটা উদ্ধারকারী টিম পাঠাই ও দ্রুত লোকালয়ে নিয়ে আসি এবং তাকে আমরা শ্যামনগর হাসপাতালে পাঠাই সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান শ্যামনগর হাসপাতাল কর্তৃপক্ষ।

পত্রিকা একাত্তর / মোঃ আলফাত হোসেন