জমি নিয়ে বিরোধে এস.এস.সি পরীক্ষার্থীকে মারধর

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

১৯ এপ্রিল, ২০২২, ২ years আগে

জমি নিয়ে বিরোধে এস.এস.সি পরীক্ষার্থীকে মারধর

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ময়মনসিংহের গৌরীপুরে ডৌহাখলা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী খাদিজাতুল কুবরাকে (১৬) মারধর ও তার মা মরিয়ম বেগমকে (৪২) পিটিয়ে দুই পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় ১৮ এপ্রিল সোমবার রাতে গৌরীপুর থানায় মামলা হয়েছে।

এর আগে ১১ এপ্রিল উপজেলার ডৌহাখলার ইউনিয়নের ছোট-বৃ ডৌহাখলা গ্রামের মা ও মেয়ের ওপর হামলা করে প্রতিপক্ষের লোকজন।

মামলা সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিষয় নিয়ে ডৌহাখলা ইউনিয়নের ছোট-বৃ ডৌহাখলা গ্রামের বাসিন্দা আব্দুল মোতালেবের সাথে প্রতিবেশী আবুল হাশিমের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিরোধের জের ধরে গত ১১ এপ্রিল প্রতিপক্ষের লোকজন মোতালেবের বাড়ির পিছনে এসে গালি-গালাজ শুর করে।

এসময় প্রতিবাদ করলে প্রতিপক্ষের লোকজন হামলা করে মোতালেবের মেয়ে খাদিজাতুল কুবরাকে মারধর ও তার স্ত্রী মরিয়ম বেগমকে পিটিয়ে দুই পা ভেঙে দেয়। এ ঘটনায় গত সোমবার মোতালেবের ছেলে আব্দুল মজিদ বাদী হয়ে গৌরীপুর থানায় আবুল হাশিম সহ পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন।

এ বিষয়ে জানতে চাইলে আবুল হাশিম সাংবাদিকদের বলেন, আমার জায়গা মোতালেবের পরিবার দখল করে রেখেছে। আমি জায়গায় যেতে চাইলে তার স্ত্রী ও মেয়ে অকথ্য ভাষায় গালি-গালাজ করে। মারধর ও হামলার অভিযোগ সত্য নয়।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোঃ আব্দুল হালিম সিদ্দিকী বলেন এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ তদন্ত করছে।

পত্রিকা একাত্তর /মো. হুমায়ুন কবির

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news