সাভারে পুলিশের উদ্যোগে বসতঘর পাচ্ছে ১ দরিদ্র পরিবার

ডেস্ক নিউজ

৮ এপ্রিল, ২০২২, ২ years আগে

সাভারে পুলিশের উদ্যোগে বসতঘর পাচ্ছে ১ দরিদ্র পরিবার
ফাইল ছবি | পত্রিকা একাত্তর

প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ঢাকা জেলা পুলিশের উদ্যোগে বসতঘর পাচ্ছে সাভার মডেল থানাধীন ভাকুর্তা ইউনিয়নের একটি হতদরিদ্র পরিবার।

শুক্রবার (৮ এপ্রিল) সকালে এ তথ্য নিশ্চিত করেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মাকারিয়াস দাস।

পুলিশ সূত্রে জানা গেছে, সাভার মডেল থানাধীন ভাকুর্তা এলাকায় একটি হতদরিদ্র পরিবারকে সুদৃশ্য গৃহ হস্তান্তর করা হবে । মুজিব - শতবর্ষে 'বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবেনা' মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নের সহায়ক হিসেবে বাংলাদেশ পুলিশ সারাদেশে প্রতিটি থানায় একটি করে হতদরিদ্র পরিবারকে গৃহ নির্মাণ করে দেয়ার প্রকল্প গ্রহন করে।

এ প্রকল্পের আওতায় প্রত্যেক থানায় একটি হতদরিদ্র পরিবারকে নূন্যতম এক কাঠা জমি ক্রয় করে আনুমানিক ৪১৫ বর্গফুট আয়তনের দুই কক্ষ, রান্নাঘর ও টয়লেট বিশিষ্ট একটি গৃহ নির্মাণ করে দেয়ার কাজ শুরু করে। বর্তমানে প্রকল্পের ঘরগুলি হস্তান্তরের অপেক্ষায় আছে।

এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম পিপিএম বলেন, মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেক্স এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত ঘর হস্তান্তর শুভ উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামী ১০ এপ্রিল উদ্বোধনের পর উপকারভোগীদের নিকট ঘরগুলি জমিসহ হস্তান্তর করবেন। সাভার থানা এলাকায় একটি দরিদ্র পরিবার বসত ঘরের সুবিধার আওতায় আসছে।

পত্রিকা একাত্তর/ মোঃ সোহাগ হাওলাদার

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news