উখিয়ায় বিজিবি'র অভিযানে ৬ কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধার;আটক-১

কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজার জেলা প্রতিনিধি

৩০ মার্চ, ২০২২, ২ years আগে

উখিয়ায় বিজিবি'র অভিযানে ৬ কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধার;আটক-১

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নে বিজিবি ও মাদক কাবরবারিদের মধ্যে গোলাগুলির পর রেজু আমতলীর বিওপি'র সদস্যরা ঘটনাস্থল থেকে ২ লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়েছে। এবং উক্ত ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

বুধবার (৩০ মার্চ) ভোরের দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের পূর্ব সীমান্তে তুলাতুলীর জইল্ল্যার ঘোদা এলাকায় এ ঘটনাটি ঘটে।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক মো. মেহেদি হোসাইন কবির জানান, সীমান্ত দিয়ে ইয়াবা পাচার হবে গোপন সূত্রে খবরটি পেয়ে বিজিবির একটি টহল দল বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ৩৯ নম্বর পিলার থেকে প্রায় পাঁচ কিলোমিটার পশ্চিমে এবং উপজেলার রাজাপালং ইউনিয়নের পূর্বের শেষ সীমানায় তুলাতুলীর জইল্লার ঘোদা ব্রিজ নামক স্থানে অভিযানে গেলে বিজিবি কতিপয় লোককে পূর্ব সীমান্ত থেকে পায়ে হেঁটে পশ্চিম দিকে আসতে দেখে। এ সময় বিজিবি টহলদল তাদের চ্যালেঞ্জ করলে মাদককারবারিরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছুঁড়া শুরু করে । এ সময় বিজিবি ও আত্ম রক্ষার্থে পাল্টা গুলি চালালে মাদককারবারিরা প্রাণের ভয়ে তাদের সাথে রাখা একটি বস্তা রেখে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে এক মাদক কারবারিকে আটক করা হয়।

পরবর্তীতে বিজিবি তাদের ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে ২ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য ৬ কোটি টাকা।

বিজিবি অধিনায়ক আরো বলেন,এ ঘটনায় যারা জড়িত তা তদন্ত পূর্বক তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পত্রিকা একাত্তর / এফ.করিম

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news