চরমানিকা ইউনিয়ন সিপিপি’র ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ে সচেতনতামূলক মহড়া

উপজেলা প্রতিনিধি, চরফ্যাশন

উপজেলা প্রতিনিধি, চরফ্যাশন

২৯ মার্চ, ২০২২, ২ years আগে

চরমানিকা ইউনিয়ন  সিপিপি’র ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ে সচেতনতামূলক মহড়া

চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নে সিপিপি’র ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ে গণসচেতনতামূলক মাঠ মহড়া-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ মার্চ ) বিকেল ৩ টায় দক্ষিণ আইচা থানার আইচা হাউসিং বালুর মাঠে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি), দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে এই মহড়া অনুষ্ঠিত হয়। চরমানিকা সিপিপির ইউনিয়ন টিম লিডার এস এম এনায়েত হোসেনর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিপিপির উপ পরিচালক মেজবাহ উল রশিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিপিপির টিম লিডার জসিম শরমান, চরফ্যাশন ফায়ার সার্ভিস ও দমকল ষ্টেশন কমান্ডার আসাদুজ্জামান, রসুলপুর ইউনিয়ন সিপিপির টিম লিডার মো, জাহাঙ্গীর, দক্ষিণ আইচা প্রেস ক্লাবের যুগ্মসাধারণ সম্পাদক মো,সেলিম রানা প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে জনপ্রতিনিধি, শিক্ষক, ছাত্র-ছাত্রী, ইউনিয়ন সিপিপির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সিনিয়র সহকারী পরিচালক সিপিপির শ্যামনগর সাতক্ষীরা মুন্সী নূর মোহাম্মদ।

পত্রিকা একাত্তর/ শামছুদ্দিন খোকন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news