আশুলিয়ায় নৌকা প্রার্থীর বিরুদ্ধে সতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

৩১ ডিসেম্বর, ২০২১, ২ years আগে

আশুলিয়ায় নৌকা প্রার্থীর বিরুদ্ধে সতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন

সাভার প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় আসন্ন পাথালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মো: মোয়াজ্জেম হোসেন নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন।

বৃহস্পতিবার (৩০ডিসেম্বর) সন্ধায় নিজ বাসভবন রাশিদা গার্ডেনে এই সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলন থেকে স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেন বলেন,নৌকা প্রতীকের প্রার্থী পারভেজ দেওয়ান ও তার সহযোগীরা নির্বাচনী আচারনবিধি লংঘন করে স্বতন্ত্র প্রার্থী (আনারস) প্রতীক মো: মোয়াজ্জেম হোসেন ও তার সমর্থকদের নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি ধামকি ও প্রতিবন্ধকতার সৃষ্টি করে আসছে।

তিনি আরো বলেন, নৌকা প্রতীকের প্রার্থী পারভেজ দেওয়ান আমাদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে নিজের সমর্থকদের দিয়ে তার নিজের নির্বাচনি ক্যাম্প আগুন দিয়ে পুড়িয়ে আমাদের হয়রানি করার ষড়যন্ত্র চালাচ্ছে। নৌকা প্রতীকের প্রার্থী পারভেজ দেওয়ানের গভীর ষড়যন্ত্রের আভাস পেয়ে আমরা রির্টানিং কর্মকর্তা সহ নির্বাচনের কার্যক্রমের সাথে জড়িত সকল কর্মকর্তা বরাবর এলাকার সার্বিক পরিস্থিতি অবহিত করেছি।

স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেন অভিযোগ করে বলেন, আমরা মনোনয়ন পত্র সংগ্রহ করার পর থেকেই নৌকা প্রতীকের প্রার্থী পারভেজ দেওয়ান বিভিন্ন ভাবে তার ক্যাডার বাহিনী দিয়ে হুমকী ধামকি দিয়ে আসছে। পাথালিয়া ইউনিয়নের চারিগ্রাম এলাকায় তার আর্শিবাদপুষ্ঠ একনিষ্ট কর্মী বহিস্কৃত ছাত্রলীগ নেতা এস এ শামীমের নেতৃত্বে নিজের নির্বাচনি ক্যাম্প নিজের সমর্থক দিয়ে আগুন লাগিয়ে আমার নির্বাচন পরিচালনা কমিটির ১৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়ার পাঁয়তারা চালাচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি এবং প্রতিবাদের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেনের সমর্থক শাহীন দেওয়ান,কালাম,নূরু সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news