হরিনাকুণ্ডুর ধুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে শান্তিপূর্ণভাবে নির্বাচন

উপজেলা প্রতিনিধি, হরিনাকুণ্ডু

১৯ মার্চ, ২০২২, ২ years আগে

হরিনাকুণ্ডুর ধুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে শান্তিপূর্ণভাবে  নির্বাচন

দেশের দক্ষিণ পশ্চিম বঙ্গের বিপ্লবী বাঘাযতীন ও লালনের জনপদ,ঝিনাইদহের হরিনাকুণ্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের ঐতিহ্যবাহী ধুলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়টি ২০০৫ সালে স্থাপিত হয়ে অদ্যবদী পর্যন্ত সুনামের সাথে শিক্ষাদান করে আসছে। উপজেলার ছায়াঢাকা পল্লীর জনপদ ধুলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এক উৎসবমুখর শান্তিপূর্ণ পরিবেশে শনিবার (১৯ মার্চ) এইভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

ভোট গণনা শেষে নির্বাচনে প্রিজাইডিং অফিসার মোঃ ফজলুর হক ঘোষণা করে। নির্বাচন ৪ জন অভিভাবক পুরুষ সদস্যের বিপরীতে ১০ জন, সাধারণ অভিভাবক সদস্য এবং সংরক্ষিত ১ জনের বিপরীত আসনে ৩ জন প্রতিদ্বন্বিতা করেন।

মোট মহিলা ভোটার ১৫ জন অভিভাবক। ফলাফলে অভিভাবক প্রতিনিধি হিসেবে সাধারণ আসনে ১ম স্থানে তরিকুল ইসলাম (১০৮) ভোট, ২য় স্থান মিলন হোসেন (৯৬) ভোট,রাসেল আহমেদ (৯৬) ভোট,মোঃ সেনাদুল হক (৯০) ভোট পেয়ে বিজয়ী হন। অপরদিকে মহিলা সংরক্ষিত সদস্য পদে হাসিনা খাতুন ৯৩ ভোটে নির্বাচিত হন।

প্রিজাইডিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুর হক দৈনিক দেশের কন্ঠ প্রতিনিধিকে বলেন, অত্যন্তশান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

হরিনাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম মোল্লা এর নেত্রীত্ত্বে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালন করেন এসআই জগদীশ চন্দ্র বসু সাথে সঙ্গীয় ফোর্স।

এদিকে ধুলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বিজয়ী প্রার্থীরা সাংবাদিকদের জানান, এই অঞ্চলের ছেলে মেয়েরা দূর দূরান্ত থেকে এসে ভর্তি হয়। স্কুল সুষ্ঠ্য ভাবে পরিচালনায় আমাদের দায়িত্ব যথাযথ পালন করবো।

শিক্ষার্থীরা যাতে একটি আদর্শ মানুষ হিসেবে তাদের সোনালী ভবিষ্যৎ গড়ে তুলতে পারে।

পত্রিকা একাত্তর/ উদয়

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news