বটিয়াঘাটায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন ও শিশু দিবস পালিত

উপজেলা প্রতিনিধি, বটিয়াঘাটা

উপজেলা প্রতিনিধি, বটিয়াঘাটা

১৭ মার্চ, ২০২২, ২ years আগে

বটিয়াঘাটায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন ও শিশু দিবস পালিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্ম বার্ষিক ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে উপজেলা প্রশাসন,বটিয়াঘাটা থানা,বটিয়াঘাটা প্রেসক্লাব,বটিয়াঘাটা দলিল লেখক সমিতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মমিনুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান, ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল। এসময় আরও উপস্থিত ছিলেন বটিয়াঘাটা থানার ওসি মোঃ শাহ জালাল, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নিরান্জন রায়, সিনিয়র মৎস্য অফিসার মনিরুল মামুন, মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডল, পিআইও ইমদাদুল হক, সমাজ সেবা অফিসার অমিত সমাদ্দার, পল্লি সঞ্চয় ব্যাংক ম্যানেজার দেবু টিকাদার, বটিয়াঘাটা প্রেসক্লাব সভাপতি অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম শাহীন, বটিয়াঘাটা দলিল লেখক সমিতির সভাপতি মোঃ আমিনুল ইসলাম, সেটেলমেন্ট অফিসার ফোরকান আলী,প্রাথমিক শিক্ষা অফিসার আলমগীর হোসেন, মানবাধিকার কর্মী সরদার হাফিজুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,মুক্তিযোদ্ধা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শুরুতে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে হুইপ পঞ্চানন বিশ্বাস ও দলিল লেখক সমিতির সভাপতি ও সম্পাদক পৃথক ভাবে কেক কাটেন। এছাড়া দলিল লেখক সমিতি জাতীয় শিশু দিবস উপলক্ষে সমিতির কার্যালয় কেক কাটা, আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মোঃ আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আঃ হালিম আকুন্জি, মোল্লা মুছা,জিএম ইউনুস আলী, বোরহান আকতার, নজরুল ইসলাম, মাহাবুর রহমান, আব্দুল গফুর, নিউটন, বাবুসহ সমিতির সকল সদস্য। অন্য দিকে উপজেলা আ'লীগ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান ও সামাজিক প্রতিষ্টান দিবস উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা ও খেলাধুলার মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন।

পত্রিকা একাত্তর / আক্তারুল ইসলাম

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news