ডোমারে ‘বিশ্ব ভোক্তা অধিকার দিবস’ পালিত

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

১৫ মার্চ, ২০২২, ২ years আগে

ডোমারে ‘বিশ্ব ভোক্তা অধিকার দিবস’ পালিত

‘ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে পালিত হলো ‘বিশ্ব ভোক্তা অধিকার দিবস–২০২২’। দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ই মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা শবনম।

এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জায়িদ ইমরুল মোজাক্কিন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. আব্দুল মালেক সরকার, সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল জব্বার, পৌর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. ইলিয়াস হোসেন, নীলশতদল খেলাঘর আসরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফা, ডোমার নাট্য সমিতির সভাপতি মো. সহিদার রহমান মানিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আল-আমিন রহমান, ডোমার প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান চয়ন, ডোমার থানার এসআই শাহ আলম প্রমূখ।

সভায় ভোক্তার অধিকার সংরক্ষণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন–২০০৯ এর বিভিন্ন ধারা, উপধারা, শাস্তি, জরিমানা সহ ‘ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা’ বিষয়ক আলোচনা করা হয়েছে।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news