কলারোয়ার সোনাবাড়ীয়ায় মাদক, মানব পাচার, সন্ত্রাস নির্মূলে পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

২৭ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

কলারোয়ার সোনাবাড়ীয়ায় মাদক, মানব পাচার, সন্ত্রাস নির্মূলে পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় ৬নং সোনাবাড়িয়া ইউনিয়ন বিট পুলিশের উদ্যোগে মাদক, মানব পাচার, সন্ত্রাস বাল্যবিবাহ ও জঙ্গিবাদ দমনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

২৭ ফেব্রুয়ারি বিকাল সাড়ে চার টায় সোনাবাড়িয়া সরকারি প্রাইমারী স্কুল মাঠে সোনাবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান জনাব মোঃ বেনজির হোসেন হেলাল এর সভাপতিত্বে মাদক সন্ত্রাস বাল্যবিয়ে ও জঙ্গিবাদের বিরুদ্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মীর আসাদুজ্জামান অতিরিক্ত পুলিশ সুপার সাতক্ষীরা সদর সার্কেল, কলারোয়া অফিসার ইনচার্জ জনাব মোঃ নাসির উদ্দিন মৃধা, পুলিশের ইন্সপেক্টর তদন্ত হাফিজুর রহমান, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের এবং পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী সিদ্ধেশ্বর চক্রবর্তী বাবু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনাবাড়িয়া ইউনিয়নের সমাজসেবক আব্দুল সালাম, সমাজসেবক মোহাম্মদ রাজু সহ ইউনিয়নের সকল নব নির্বাচিত সকল সদস্য পুরুষ এবং সংরক্ষিত মহিলা সদস্যগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার সাতক্ষীরা সদর সার্কেল জনাব মোঃ মীর আসাদুজ্জামান সকালে উদ্দেশ্য করে বলেন, বাংলাদেশ সরকারের উন্নতশীল বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে কিন্তু কিছু কুচক্রী মহল মাদক সন্ত্রাস কে যুবসমাজকে মিলিয়ে দিয়ে জাতি বিনাশী যে কার্যক্রম চালাচ্ছে । বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। সম্প্রতি সমাজ গঠনের লক্ষ্যে তৎপর বিট পুলিশিং। আপনাদের যেকোন সমস্যায় আমাদেরকে জানাবেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হতে দেখলে সাথে সাথে থানা পুলিশকে জানানোর আহ্বান করেন এই অফিসার।

অনুষ্ঠানটি সম্পন্ন হবে পরিচালনা করেন কলারোয়া থানা পুলিশের এসআই রেজাউল ইসলাম, এসময় সোনাবাড়িয়া ইউনিয়নের পুলিশের এসআই হাফিজুল রহমান সহ বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

পত্রিকা একাত্তর/ সেলিম খান

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news