পুলিশ পাহারায় ভোলা ছাড়লেন অবরুদ্ধ বিএনপি নেতা

ভোলা জেলা প্রতিনিধি

২৯ আগস্ট, ২০২২, ১ year আগে

পুলিশ পাহারায় ভোলা ছাড়লেন অবরুদ্ধ বিএনপি নেতা

পুলিশের পাহারায় ভোলা ত্যাগ করেছেন ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম। রোববার (২৮ আগস্ট) রাত ১০টার দিকে ভোলার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার ও সদর থানার ওসি এনায়েত হোসেনের নেতৃত্বে পুলিশ পাহাড়ায় হাফিজ ইব্রাহিমকে হোটেল প্যাপিলিয়ন থেকে বের করে আনা হয়।

পরে তাকে ইলিশা ফেরিঘাট দিয়ে রাজধানী ঢাকাগামী লঞ্চে উঠিয়ে দিয়েছে পুলিশ। এর আগে, ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ভোলায় অবরুদ্ধ হন বিএনপি নেতা হাফিজ ইব্রাহিম। রোববার (২৮ আগস্ট) রাত সাড়ে আটটা থেকে ভোলা-২ আসনের সাবেক এই সংসদ সদস্যকে জেলা সদরের হোটেল প্যাপিলিয়নে অবরুদ্ধ করে রাখে ভোলা জেলা আওয়ামী লীগ ও তাদের বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এদিন রাতেই তাকে ভোলা ত্যাগের আল্টিমেটামও দেয় ভোলা জেলা আওয়ামী লীগের নেতারা।

এ সময় ভোলা জেলা আওয়ামী লীগের উপস্থিত বিক্ষুব্ধ নেতারা বলেন, সন্ত্রাসী ও খুনি হাফিজ ইব্রাহিম ২০০১ সালে ভোলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্যাতনসহ বহু অপকর্মের মূল হোতা। খুনি হাফিজ ইব্রাহিমকে আমরা কিছুই বলিনি, কিন্তু আজকে সে আমাদের ভোলার গর্ব জননেতা তোফায়েল আহমেদকে নিয়ে কটুক্তি করেছে, এই সন্ত্রাসী হাফিজকে রাতেই ভোলা ত্যাগ করতে হবে, না হলে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই কটুক্তির যোগ্য জবাব বুঝিয়ে দেবে। এদিক রাত ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত, হাফিজ ইব্রাহিম ভোলা ত্যাগের পর কিছুটা শান্ত রয়েছে ভোলা জেলা সদরের পরিস্থিতি।

পত্রিকা একাত্তর /নিয়াজ মাহমুদ জয়

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news