গৌরীপুরে বঙ্গমাতার ৯২তম জন্ম বার্ষিকী পালিত

উপজেলা প্রতিনিধি, গৌরীপুর

৮ আগস্ট, ২০২২, ১ year আগে

গৌরীপুরে বঙ্গমাতার ৯২তম জন্ম বার্ষিকী পালিত

“মহিয়সী বঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের অনুপ্রেরণা” এ প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহের গৌরীপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা পরিষদ পাবলিক হল অডিটরিয়ামে সোমবার (০৮ আগস্ট) সকালে অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মোসাঃ নিকহাত আরা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহমেদ।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ নাজিমুল ইসলাম, ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী, মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আকন্দ, উপজেলা শিক্ষা মনিকা পারভীন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম,। এতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলায় ৫ জন দু:স্থ নারীর মাঝে বঙ্গমাতা ফজিলাতুন্নেছার জন্মদিনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় মহিলা বিষয়ক অধিদপ্তরের ৫টি সেলাই মেশিন বিতরণ করা হয়। শেষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

পত্রিকাএকাত্তর /হুমায়ুন কবির

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news