শিক্ষক হত্যা ও সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে বেরোবিতে মানববন্ধন

বেরোবি প্রতিনিধি

২৭ জুলাই, ২০২২, ১ year আগে

শিক্ষক হত্যা ও সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে বেরোবিতে মানববন্ধন

ঢাকার আশুলিয়ায় কলেজ শিক্ষক উৎপল কুমার সরকার হত্যা এবং নড়াইলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের মানহানির ঘটনার নিন্দা জানিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ জুলাই) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মিডিয়া চত্বরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষক অংশ নেন।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ারুল আজীমের সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিন শরিফুল ইসলাম, শিক্ষক সমিতির কার্যকরী সদস্য আসাদুজ্জামান মন্ডল আসাদ, ড. নিতাই কুমার ঘোষ ও কলা অনুষদের ডিন ড. তুহিন ওয়াদুদ প্রমুখ।

এসময় শিক্ষক সমিতির সভাপতি শরিফুল ইসলাম বলেন, শিক্ষক হত্যা ও লাঞ্ছনা ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি আর সেই সাথে সরকার সঠিক নীতি বাস্তবায়ন করে শিক্ষকদের নিরাপত্তা বিধান প্রদান করবে।

সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ারুল আজীম বলেন, মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রধান স্তম্ভ অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন কিন্তু সাম্প্রদায়িকতা ও অশুভ শক্তি বারবার বাংলাদেশের উন্নয়নকে ব্যহত করছে এরই পরিপ্রেক্ষিতে শিক্ষক হত্যা ও অন্যান্য সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা হচ্ছে।

তুহিন ওয়াদুদ বলেন, আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষেত্রবিশেষে যেসকল মানুষ বিপদজনক হয়ে উঠেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা।

উল্লেখ্য যে গত ১৭ জুন নড়াইলে ধর্ম অবমাননাকরীকে আশ্রয় দেওয়ার অভিযোগে অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পড়ানো হয় আর অন্যদিকে দ্বিতীয় ঘটনাটি ঘটেছে ১০ দিন পর ২৭ জুন, কলেজ শিক্ষক উৎপল কুমার সরকার উৎশৃংখল ছাত্র দ্বারা লাঞ্ছিত করা হয় পরে হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনা দুটি মানুষের সামনে আসলে ব্যাপক তীব্র নিন্দার ঝর উঠে।

পত্রিকাএকাত্তর /ফারহান সাদিক

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news