দৌলতখানে প্রান্তিক জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

উপজেলা প্রতিনিধি, দৌলতখান

৯ জুন, ২০২২, ১ year আগে

দৌলতখানে প্রান্তিক জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভোলার দৌলতখানে নিবন্ধিত প্রান্তিক জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা চত্বরে মৎস্য বিভাগের উদ্যোগে তৃতীয়ধাপে বিনামূল্যে ১৬ জন প্রান্তিক জেলের মাঝে এ বকনা বাছুর বিতরণ করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইনের সঞ্চালনায় বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খাঁন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক হাওলাদার সহ বিভিন্ন কর্মকর্তাগণ।

উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইন জানান, সরকারি নিষেধাজ্ঞায় সময় যাতে জেলেরা মাছ ধরা থেকে বিরত থাকে, সেজন্যে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নিবন্ধিত জেলেদের বকনা বাছুর বিতরণ করা হয়। দৌলতখান উপজেলায় এযাবৎ মোট ৪১ জন প্রান্তিক জেলের মাঝে বিনামূল্যে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে আরও দেওয়া হবে।

পত্রিকা একাত্তর /নিয়াজ মাহমুদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news