ডোমারে আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

৪ মে, ২০২২, ১ year আগে

ডোমারে আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

ফ্রিডম পার্টির সাবেক নেতা, ডোমার উপজেলা আওয়ামী লীগের অব্যাহতি প্রাপ্ত সাধারণ সম্পাদক, কুখ্যাত রাজাকার পুত্র তোফায়েল আহমেদকে দল থেকে স্থায়ী বহিষ্কারের দাবীতে নীলফামারীর ডোমার উপজেলা আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ঠা মে) সকাল সাড়ে ১০টায় ডোমার বাজার বাটার মোড় স্থ আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল।

এসময় আরও বক্তব্য রাখেন—ডোমার উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক শাহজাহান সরকার বুলু, সম্পাদক মণ্ডলীর সদস্য আবুল কালাম আজাদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুন-অর-রশিদ, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. হাফিজুল হক রবি প্রমূখ।

এছাড়া অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. রফিকুজ্জামান রুবেল, গণেশ কুমার আগরওয়ালা, ডোমার নাট্য সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সহিদার রহমান মানিক, বীর মুক্তিযোদ্ধার সন্তান মো. আনজারুল হক, পৌর কৃষক লীগের আহ্বায়ক মো. আবু সাঈদ সহ আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

এসময় বক্তারা বলেন, ‘মুক্তিযোদ্ধাদের সাথে অসৌজন্যমূলক আচরণের কারণে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব সাখাওয়াত হোসেন শফিক নীলফামারী জেলার বর্ধিত সভায় তোফায়েল আহমেদকে সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি প্রদান করেন। আমরা তার স্থায়ী বহিষ্কারের দাবী জানাই।’

ডোমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের অব্যাহতি প্রাপ্ত সাধারণ সম্পাদক নৈশপ্রহরী নিয়োগ বাণিজ্য করেছেন। তোফায়েল আহমেদ ও তার অনুসারীরা আওয়ামী লীগের লেবাস লাগিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। যা ডোমারের আওয়ামী লীগ বরদাস্ত করবে না। একজন উপজেলা আওয়ামী লীগ নেতা কিভাবে ছাগল চুরি, মোটরসাইকেল চুরি, অপহরণের কাজে জড়িত থাকতে পারে? আমরা ইতোমধ্যে দেখেছি, ফ্রিডম পার্টির সাবেক নেতা তোফায়েল আহমেদকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার কাছে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের পক্ষ থেকে আবেদন জানাই, তাকে দল থেকে স্থায়ী বহিষ্কার করা হোক।

উল্লেখ্য, গত ১লা এপ্রিল নীলফামারী জেলা আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের সাথে অসৌজন্যমূলক আচরণ ও দলের ঘোষণাপত্রের পরিপন্থী কাজ করার জন্য নীলফামারী জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও ডোমার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদকে পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়। একই পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মনজুরুল হক চৌধুরী।

পত্রিকা একাত্তর/ রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news