দাবাজি বন্ধের দাবীতে আটোরিক্সা চালকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

১৮ এপ্রিল, ২০২২, ২ years আগে

দাবাজি বন্ধের দাবীতে আটোরিক্সা চালকদের বিক্ষোভ
দাবাজি বন্ধের দাবীতে আটোরিক্সা চালকদের বিক্ষোভ

ময়মনসিংহের গৌরীপুরে ১৮ এপ্রিল (সোমবার) উপজেলার বোকাইনগরের ইউনিয়নের রিক্সা, অটো রিক্সা চালক, মালিকগন পৌরসভার নামে পৌরশহরে ঢোকার বিভিন্ন মোড়ে

চাঁদাবাজির প্রতিবাদ ও বন্ধের দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিক্ষোভ করে। এসময় তারা নির্বাহী কর্মকর্তার নিকট স্বারকলিপি প্রদান করে।

দুপুর ২ টায় উপজেলা পরিষদের আমতলায় নির্বাহী কর্মকর্তা হাসান মারুফের কাছে স্বারকলিপি প্রদান করে।

এ সময় উপস্থিত ছিলেন বোকাইনগরের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মুক্তাদির শাহীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু।

স্বারকলিপি প্রদান কালে কাশিম পুরের রিক্সা ডাইভার আঃ মোতালেব,বাহাদুর পুরের সিরাজ পাগল,বাঘবেরের জয়নাল আবেদীনও বোকাইনগরের সিদ্দিক বক্তব্য রাখেন।

স্বারক লিপিতে উল্লেখ্য করা হয়েছে প্রতিদিন রিক্সা, আটে রিক্সা বের হইলে বিভিন্ন রাস্তা মোড়ে আটকিয়ে ১০ টাকা করে চাঁদা তুলে। যা আমাদের পক্ষে বহন করা সম্ভব নয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ আদের আশ্বস্ত করে বলেন, আজ থেকে চাঁদা উঠানো স্থগিত করা হলো। মেয়র বর্তমানে ঢাকা থাকায় তার সাথে আলোচনা করা সম্ভব নয়। ঢাকা থেকে আসলে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেয়া হবে।

পত্রিকা একাত্তর /নিয়াজ মাহমুদ জয়

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news