খানসামায় জাতীয় মৎস্য সপ্তাহ অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, দিনাজপুর

২৪ জুলাই, ২০২২, ১ year আগে

খানসামায় জাতীয় মৎস্য সপ্তাহ অনুষ্ঠিত

রবিবার (২৪ জুলাই) দিনাজপুরের খানসামা উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে উপজেলা পরিষদ হলরুমে "নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” স্লোগানে জাতীয় মৎস্য সপ্তাহ/ ২০২২ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী উদ্বোধন করেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি। এ সময় খানসামা উপজেলায় মৎস্যচাষে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় স্বীকৃতি স্বরুপ কেশব বিশ্বাসকে ক্রেস্ট প্রদান করা হয়।

জাতীয় মৎস্য সপ্তাহ -২০২২ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা মৎস্য দপ্তর বাস্তবায়নে উপজেলার পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্তি কার্যক্রম উদ্বোধন করেন, বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে খানসামা উপজেলা সমাজসেবা অফিসার মাসুদ রানার সঞ্চালনায় উপজেলা কৃষি অফিসার বাসুদেব রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভারপ্রাপ্ত ও ৩নং আঙ্গারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ।

উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার হুমায়ুন কবির, উপজেলা মৎস্য অফিসার রতন কুমার বর্মন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনজুরুল হক, উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ও চেয়ারম্যানবৃন্দ, থানা পুলিশ সদস্য, উপজেলা বিভিন্ন ইউনিটের মৎস্য চাষীবৃন্দ উপস্থিত ছিলেন।

পত্রিকাএকাত্তর /আজিজার রহমান

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news