ফেরা হয়নি বাড়িতে, রেললাইনে পড়ে ছিল দ্বিখন্ডিত লাশ

রাজশাহী জেলা প্রতিনিধি

১৯ জুলাই, ২০২২, ১ year আগে

ফেরা হয়নি বাড়িতে, রেললাইনে পড়ে ছিল দ্বিখন্ডিত লাশ

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী রেল লাইন থেকে মাহাফুজুর রহমান মিশন(২৬) নামের এক যুবকের দ্বিখন্ডিত লাশ উদ্ধার করছে জিআরপি পুলিশ। মঙ্গলবার (১৯ জুলাই) বেলা ১২টার দিকে আড়ানী রেলওয়ে স্টেশনের পশ্চিম দিকে রেল লাইনের উপর থেকে ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানার পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে। নিহত মাহফুজুর রহমান (মিশন) উপজেলার নওটিকা গ্রামের মৃত গাজিউর রহমানের ছেলে।

মিশনের মা মুল্লিকা বেওয়া বলেন, আমার ছেলে রোববার বিকেলে বাড়ি থেকে পীরগাছা বাজারে তার নিজস্ব মোবাইল এজেন্ট ও ফ্ল্যাক্রিলোডের দোকানে যায়। প্রতিদিন রাত ৮টার দিকে দোকান থেকে বাড়িতে আসে। কিন্তু সে আর বাড়িতে না আসায় তাকে বিভিন্নস্থানে খোঁজ করেও পাওয়া যায়নি।

সোমবার রাত ৮টার দিকে মোবাইল ফোনে আমার সাথে শেষ কথা হয়। সে আমাকে বলে কে বা কারা আমার চোখ মুখ বেধে রেখেছে, আমাকে বাঁচাও। তারপর ফোন কেটে যায়। মঙ্গলবার আড়ানী রেল স্টেশনের পশ্চিম দিকে রেল লাইনের উপর থেকে ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানার পুলিশ দ্বিখন্ডিত লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করেন।

মাহাফুজুর রহমান মিশনের ছোট ভাই রাসেল হোসেন বলেন, আমার ভাই ঢাকায় আম ও লিচুর ব্যবসা করেন। টাকা লেনদেনের বিষয়ে মাঝে মধ্যে ঢাকায় যায়। এ ছাড়া এলাকায় তার কিছু ঋণ ছিল। টাকার জন্য চাপ দেওয়ার কারণে টাকা দিতে না পেরে তাকে কৌশলে ডেকে নিয়ে হত্যা করে রেললাইনের উপর রাখা হয়েছে বলে দাবি করেন তিনি। এ বিষয়ে সুষ্ট তদন্ত করে হত্যাকারীদের বিচার দাবি করেন তিনি।

এদিকে স্বামী মাহাফুজুর রহমান মিশনের মৃত্যুর খবর পাওয়ার পর থেকে স্ত্রী তুসি খাতুন তিন বছরের কন্যাসন্তান মেহেরীনকে কোলে নিয়ে নিথরভাবে বসে আছে,কিছুই যেন বলছেনা। মাঝে মাঝে বিড় বিড় করেকী যেন বলছেন, কিছুই বুঝা যাচ্ছিলনা।

এ বিষয়ে আড়ানী রেলওয়ে স্টেশনের মাষ্টার সদরুল হোসেন বলেন, ঢাকা, খুলনা, দিনাজপুরসহ বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিন রাজশাহীতে ২৪টি ট্রেন আপ ডাউন করে। কোন একটি ট্রেনের নিচে পড়ে এই যুবকের মৃত্যু হয়েছে। আমার পয়েন্টম্যান সকালে লাইন ক্লিয়ার দিতে গেলে দ্বিখন্ড লাশ দেখতে পায়। পরে ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানার পুলিশকে অবগত করি। পুলিশ ঘটনাস্থল থেকে দুপুরে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামকে) হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। তার কাছে একটি মোবাইল ফোন, মানি ব্যাগ, কিছু টাকা, তার ব্যক্তিগত প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া গেছে। এ ছাড়া তার মোবাইলের কল লিষ্ট ডিলেট করা ছিল।

উল্লেখ্য, ১২ জুলাই সকাল ৮টার দিকে উপজেলার আড়ানী রেলস্টেশনের পূর্ব দিকে রেললাইনের উপর অজ্ঞাত (২০) যুবকের দ্বিখন্ড লাশ উদ্ধার করে ঈশ্বর্দী রেলওয়ে জিআরপি থানার পুলিশ। ময়না তদন্ত শেষে ১৩ জুলাই একটি ইসলামি সংস্থা আঞ্জুমান মফিদুল ইসলামের উদ্দ্যোগে লাশ দাফন করা হয়। ৮ দিনেও তার পরিচয় সনাক্ত হয়নি। এধনের ঘটনা কেন ঘটছে, তাই এগুলো সুষ্ট তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

পত্রিকাএকাত্তর /রবিউল ইসলাম

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news