ডোমারে কিশোর-কিশোরীদের ডিগনিটি কিট বিতরণ

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

১ জুন, ২০২২, ১ year আগে

ডোমারে কিশোর-কিশোরীদের ডিগনিটি কিট বিতরণ

করোনাকালীন সময়ে নীলফামারীর ডোমারে ইউনিয়ন পর্যায়ের প্রায় শতাধিক কিশোর-কিশোরীদের জন্য ডিগনিটি কিট বিতরণ করেছে ল্যাম্ব প্ল্যান স্কোর প্রকল্প।

বুধবার (১লা জুন) সকালে উপজেলার সদর ইউনিয়ন পরিষদ এলাকায় ‘ল্যাম্ব প্ল্যান স্কোর’ প্রকল্পের উদ্যোগে ইউনিয়নের কিশোর-কিশোরীদের জন্য ডিগনিটি কিট বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—৮নং ডোমার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুম আহম্মেদ। এতে সভাপতিত্ব করেন—ল্যাম্ব প্ল্যান স্কোর প্রকল্পের টেকনিক্যাল কো-অর্ডিনেটর বিশ্বজিৎ সাংমা।

এসময় আরও উপস্থিত ছিলেন—ল্যাম্ব প্ল্যান স্কোর প্রকল্পের মনিটরিং এন্ড ডকুমেন্ট কো-অর্ডিনেটর শ্যামল বেঞ্জামিন হেম্ব্রম, ফিল্ড কো-অর্ডিনেটর সায়রা বেগম, ইউনিয়ন পরিষদের ১/২/৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মোছা. সাফিন বেগম প্রমুখ।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news