সুন্দরগঞ্জে পুষ্টি মেলা ও রান্না প্রতিযোগিতা

উপজেলা প্রতিনিধি, সুন্দরগঞ্জ

২২ আগস্ট, ২০২২, ১ year আগে

সুন্দরগঞ্জে পুষ্টি মেলা ও রান্না প্রতিযোগিতা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে পুষ্টি মেলা ও রান্না প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ ও কর্ড এইডের বাস্তবায়নে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে এবং সঙ্গ প্রকল্পের আয়োজনে গতকাল সোমবার পুষ্টি মেলা অনুষ্ঠিত হয়।

তারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলামের সভাপতিত্বে পুষ্টি মেলা ও রান্না প্রতিযোগিতা উপলক্ষে এক আলোচনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবুল ফাত্তাহ।

আরও বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার রাশিদুল কবির, উপজেলা মৎস্য অফিসার তারিকুল ইসলাম সাবু, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী খোকন রানা, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রেসক্লাব সাধারন সম্পাদক আব্দুল মান্নান আকন্দ, কর্ড এইড নিউট্রেশন গভনেন্স এ্যাডভাইজার মনিরুজ্জামান মুকুল, আরডিআরএস প্রজেক্ট কো-অডিনেটর আশরাফুল আলম, আরডিআরএস বাংলাদেশ উপজেলা কো-অর্ডিনেটর এস এম আরিফুজ্জামান, সঙ্গ প্রকল্পের টেকনিক্যাল অফিসার দিদারুল ইসলাম প্রমুখ।

পরে রান্না প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে অতিথিগণ মেলার ষ্টোল পরিদর্শণ করেন।

পত্রিকাএকাত্তর /হযরত বেল্লাল

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news