জটিল রোগে আক্রান্ত ৩২জন দরিদ্র রোগীদের ১৬ লাখ টাকার চেক বিতরন

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

২৩ জুলাই, ২০২২, ১ year আগে

জটিল রোগে আক্রান্ত ৩২জন দরিদ্র রোগীদের ১৬ লাখ টাকার চেক বিতরন

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, বাংলাদেশ মানে বঙ্গবন্ধু ও বর্তমানে শেখ হাসিনার হার না মানা নেতৃত্বে পরিচালিত অদম্য এক দেশ বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ধারাবাহিকতা রক্ষা করেই দেশকে পরিপূর্ণভাবে গঠনের কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, ভুমিহীন ও গৃহহীনদের জমিসহ পাকা বাড়ী দিয়ে বিশ্ব ইতিহাসে বার বার নতুন রেকর্ড সৃষ্টি করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে কেউ দারিদ্র, ভুমিহীন ও গৃহহীন থাকবে না। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আলোকিত হবে দেশ।

২০৪১ সালের মধ্যে উন্নত হবে বাংলাদেশ। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই অসহায়, দরিদ্র মানুষের জন্য কাজ করে যাচ্ছেন এবং বিভিন্ন ধরনের সহযোগিতা দিয়ে আসছে। ভবিষ্যতেও বঙ্গবন্ধু কন্যা ক্যান্সার, কিডনি সহ বিভিন্ন রোগীদের আর্থিক সহযোগিতা প্রদান করবেন। দেশের মানুষের ভাগ্য উন্নয়নে সরকারের নিরলস অগ্রযাত্রা অব্যাহত থাকবে উল্লেখ করে আরও বলেন, মানুষ আজ শান্তিতে আছে।

২৩ জুলাই শনিবার দিনাজপুর সদর উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সদর উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর আয়োজিত ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৩২ জন রোগীকে ৫০,০০০ হাজার টাকা করে ১৬ লাখ টাকার চেক বিতরন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

দিনাজপুর পৌরসভায় ১৭ জন ও সদর উপজেলায় ১৫ জন রোগীকে এ সহায়তা দেয়া হয়। দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, ভাইস চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম সোহাগ, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জোস্না, জেলা সমাজ সেবা কার্যালয়ে উপ- পরিচালক মোঃ আবু বক্কর সিদ্দিক, শহর সমাজসেবা অফিসার মাইনুল ইসলাম, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রায়হান কবীর সোহাগ, সাধারন সম্পাদক এস এম খালেকুজ্জামান রাজু, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ মমিনুল ইসলাম।

উপস্থাপনা করেন সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আসাদুজ্জামান। একই দিন দিনাজপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুব কল্যান তহবিল হতে ২০২১-২২ অর্থ বছরের অনুদানে দিনাজপুর জেলার ২৪টি যুব সংগঠনকে ৯ লাখ ৭০ হাজার টাকার চেক বিতরন করেন হুইপ ইকবালুর রহিম এমপি। এর এর মধ্যে সদর উজেলায় ১৩টি সংগঠনকে ৫ লাখ ৩০ হাজার টাকার চেক বিতরন করা হয়।

জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরিফুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, জেলা পরিষদের নির্বাহী প্রধান জয়নুল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুজন সরকার, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক খন্দকার মোঃ রওনাকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার মামুন হাসান চৌধুরী, যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মোস্তফা কামালসহ যুব সংগঠনের নেতৃবৃন্দ।

পত্রিকাএকাত্তর /আরমান হোসেন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news