সরকারি জমি দখল বরগুনা শহরে

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

১৩ মার্চ, ২০২২, ২ years আগে

সরকারি জমি দখল বরগুনা শহরে

অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযানে নেমেছে বরগুনা জেলা প্রশাসন।রাতারাতি দখল করে নিয়েছেন এক সপ্তাহের ভিতরে এর আগে উচ্ছেদ অভিযান চালিয়েছেন জেলা প্রশাসন।

রবিবার (১৩ মার্চ) সকালে পৌর শহরের মাছ বাজার ব্রিজ সংলগ্ন লাকুরতলা এলাকার পশ্চিম ও পূর্বপাড়ে প্রায় ৮০টি অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান শুরু করে ভূমি অফিস।

বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভূমি) নিজাম উদ্দিন।

তিনি জানান, তিনি নিজে সেখানে উপস্থিত থেকে শতাধিক শ্রমিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।

এক সপ্তাহ আগে উচ্ছেদ অভিযান পরিচালনার বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। দুই দিন আগে সকলকে মালামাল সরানোর জন্য মাইকিং করা হয়েছে। পরে আজ অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয়া হচ্ছে।

বরগুনা পাবলিক পলিসি ফোরামের আহবায়ক হাসানুর রহমান ঝন্টু জাগো নিউজকে বলেন, একই জায়গায় একাধিকবার উচ্ছেদ অভিযান করা হয়েছে। তারপরও অবৈধ দখলদাররা মোটা অঙ্কের টাকা লেনদেনের মাধ্যমে জায়গাটি বারবার দখল করছে।

পত্রিকা একাত্তর / তাওহিদুল ইসলাম

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news