রাতে কর্মীসভা, সকালে নৌকার ক্যাম্প আগুনে পুড়ে ছাই

জ্যেষ্ঠ প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক

২১ ডিসেম্বর, ২০২১, ২ years আগে

রাতে কর্মীসভা, সকালে নৌকার ক্যাম্প  আগুনে পুড়ে ছাই

ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের সালেরহাটে নৌকার নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। স্থানীয়রা বলছে ভোটারদের মাঝে আতঙ্ক ছড়াতেই এই অগ্নিকান্ডের ঘটনা ঘটানো হয়েছে।

সোমবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে নৌকার প্রার্থী বনি আমিনের নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দেওয়া হয়েছে। এঘটনায় অফিসে থাকা পোস্টার, চেয়ার টেবিল আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

এলাকার নৌকার কর্মী সাজেদুর জানান, রাত পৌনে একটা পর্যন্ত নৌকার নির্বাচনী অফিসে আলোচনা করেছে নেতা কর্মীরা। মঙ্গলবার সকালে এসে তারা দেখে নৌকার অফিসটি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। দীর্ঘদিন থেকে বন্ধ থাকা বাজারের একটি টিনের ঘরকে নৌকার অস্থায়ী নির্বাচনী ক্যাম্প হিসেবে ব্যবহার করা হতো।

ইউনিয়নের ওয়ার্ড এর আ'লীগ সভাপতি তোহিদুর জানান রাত সাড়ে বারোটা পর্যন্ত আমি অফিসেই ছিলাম। পরে বাসাই যাই। সকালে খবর পেয়ে এসে দেখি নির্বাচনী ক্যাম্প আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তিনি আরো বলেন রাতে ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (আনারস প্রতীক) আহসান হাবিবের ভাই ও শ্যালক হিন্দু ভোটারদের মাঝে টাকা বিতরণ করার সময় হাতে নাতে ধরে। পরে প্রশাসনকে জানালে ম্যাজিষ্ট্রেট তাদের ২০ হাজার টাকা অর্থদন্ড করেন। তারাই সেই আক্রোশ থেকে এমন জঘন্য কাজটি করেছে।

নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান বনি আমিন বলেন প্রতিপক্ষের জনপ্রিয়তা না থাকায় তারা ভোট কেনার সময় হাতে নাতে ধরা পড়ে। এখন জ্বালাও পোড়াও করে সন্ত্রাসী কায়দায় ভোটে জিততে চান বলে মনে করছি। আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

স্বতন্ত্রপ্রার্থী আহসান হাবিব বলেন, আমি জনগণের মনোনিত প্রার্থী। জনগণ ভালোবেসে আমাকে নির্বাচনে অংশগ্রহণ করিয়েছে। আমার প্রতি জনগণের ভালোবাসা দেখে হিংসাত্মক মনোভাব থেকে তারা নিজেরাই নিজেদের অফিস জ্বালাতে পারে। আমি চাই এর সুষ্টু তদন্ত করুক প্রশাসন। সত্যিটা নিশ্চয় বেরিয়ে আসবে।

ঠাকুরগাঁও সদর থানা পরিদর্শক (ওসি) তানভিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তদন্তস্বাপেক্ষে সত্যিটা বেরিয়ে আসবে যে, কারা এ ঘটনা ঘটিয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আনোয়ার হোসেন আকাশ: রাণীশংকৈল প্রতিনিধি।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news