মেলান্দহে বিরোধপূর্ণ জমিতে পৌরসভার মার্কেট নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি | জামালপুর

জেলা প্রতিনিধি | জামালপুর

২৫ ডিসেম্বর, ২০২১, ২ years আগে

মেলান্দহে বিরোধপূর্ণ জমিতে পৌরসভার মার্কেট নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন

জামালপুরের মেলান্দহে হাজরাবাড়ী বাজারের বিরোধপূর্ণ দুই একর তিন শতাংশ জমিতে পৌরসভার মার্কেট নির্মাণ কাজ বন্ধের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা।

শনিবার (২৫ ডিসেম্বর) দুপুরে হাজবাবাড়ী পৌরসভা বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন হাসনা বেওয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, একরামুল হক সুলতান মাহমুদ।

মানবন্ধনে মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ বলেন জমির মৌজার সি এস মালিক মতে বেওয়া তিনির নিকট থেকে আমার পিতা শামসুল হক আকন্দ ক্রয় সূত্রে মালিক হন। সি এস খতিয়ান-১১০/ সাবেক দাগ নং ৬১ জমি দুই একর তিন শতাংশ,দলিল নং ২৫১৬।

তিনি আরো বলেন যে হাজরাবাড়ী বাজারের হাল খতিয়ান নং ১ হাল দাগ নং ১৮৭ জমি দুই একর তিন শতাংশ। এ বিষয়ে একরামুল হক বলেন হাজরাবাড়ী বাজারে মহামান্য সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ থাকা সত্ত্বেও মার্কেটের নির্মাণ কাজ চলছে। নির্মাণ কাজ বন্ধ না হলে মানববন্ধন অব্যাহত থাকিবে।

এ বিষয়ে ভুক্তভোগী একরামুল হক বলেন, সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ চিঠিপত্র পাওয়ার পরেও ডিসি মোর্শেদা জামান মহোদয় কাজ বন্ধ করার আদেশ দেননি সে আমাদের কথা কোনই কর্ণপাত না করে মার্কেটের নির্মাণ কাজ চলমান রেখেছে। তাহলে কি দেশে কোন আইন নেই, মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ ও মানে না।

এ বিষয়ে জেলা প্রশাসক ( ডিসি) মোর্শেদা জামান মহোদয়ের নিকট ফোনে যোগাযোগ করার চেস্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news