মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সনদপত্র ও স্মার্টকার্ড বিতরণ

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

৫ সেপ্টেম্বর, ২০২২, ১ year আগে

মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সনদপত্র ও স্মার্টকার্ড বিতরণ

মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী নীলফামারী জেলার ডোমার উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণের মাঝে ডিজিটাল সনদপত্র ও স্মার্টকার্ড বিতরণ করা হয়েছে আজ।

সোমবার (৫ই সেপ্টেম্বর) সকাল ১০টায় ডোমার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের আয়োজনে অনুষ্ঠিত ডিজিটাল সনদপত্র ও স্মার্টকার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলম। এতে সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নুরননবী।

এসময় আরও উপস্থিত ছিলেন—নীলফামারী জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক রাষ্ট্রদূত বীর মুক্তিযোদ্ধা মো. আমিনুল হোসেন সরকার, ডোমার পৌর কমান্ড মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী প্রমূখ সহ উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ ও তাদের পরিবারের সদস্যবৃন্দ।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবের স্বাক্ষর সম্বলিত ডিজিটাল সনদপত্র এবং স্মার্টকার্ড পেয়ে অত্যন্ত আনন্দিত মুক্তিযোদ্ধারা। তাদের পরিচয় সংরক্ষণ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তারা।

উল্লেখ্য, ডোমার উপজেলার ৯৪ জন জীবিত মুক্তিযোদ্ধা ও ৯৯ জন মৃত মুক্তিযোদ্ধা সহ মোট ১৯৩ জন মুক্তিযোদ্ধার ডিজিটাল সনদপত্র ও স্মার্টকার্ড বিতরণ করা হয়।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news