সাস্থ্যসেবার সেবাদাতা ও সেবাগ্রহীতাদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, বাগেরহাট সদর

উপজেলা প্রতিনিধি, বাগেরহাট সদর

৪ সেপ্টেম্বর, ২০২২, ১ year আগে

সাস্থ্যসেবার সেবাদাতা ও সেবাগ্রহীতাদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), বাগেরহাট’র আয়োজনে ০৪ সেপ্টেম্বর, ২০২২ বেলা ৩টায় ২৫০ শয্যা জেলা হাসপাতাল, বাগেরহাটে স্থাস্থ্যসেবার মানোন্নয়নে এক অ্যাডভোকেসি সভা ২৫০ শয্যা জেলা হাসপাতাল, বাগেরহাট এর তত্তবধায়ক ডা: অসীম কুমার সমাদ্দর এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

টিআইবি‘র এরিয়া কো-অর্ডিনেটর শেখ বশির আহমেদ এর সঞ্চালনায় মতবিনিময় সভায় ¯স্বাগত বক্তব্য রাখেন সনাকের স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির আহবায়ক বাবুল সরদার। আন্যান্যদের মধ্য হতে বক্তব্য রাখেন বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: এস. এম. এ জব্বার ফারুকী, সনাক সহ-সভাপতি ফরিদা রহমান, ইয়েস দলনেতা শারমিন আক্তার প্রিয়া, ইয়েস সদস্য নাসরিন সুবর্ণা, সক্রিয় নাগরিক গ্রুপ এর সমন্বয়কারী রেহেনা পারভীন, সহ-সমš^য়কারী ফাতেমা আক্তার, মিথুন সরদার, সদস্য ইতিকা পাল, ইসরাফিল সরদার, সোনিয়া আক্তার প্রমুখ।

সভায় হাসপাতালের সেবা সম্পর্কিত বিষয়ে সেবাগ্রহীতাদের মন্তব্য তুলে ধরা হয় এবং সনাক কর্তৃক গঠিত হাসপাতাল কেন্দ্রিক অ্যাক্টিভ সিটিজেন গ্রুপের সদস্যদের কর্তৃপক্ষের সাথে পরিচয় করিয়ে দেয়া হয়। অধিকাংশ সেবাগ্রহীতাগণ সেবায় সন্তোষ প্রকাশ করেছেন। গাইনী ওয়ার্ডের সেবাসহ হাসপাতালের সার্বিক পরিবেশ ভাল বলে অনেকে মন্তব্য করেছেন।

তবে সমস্যা হিসেবে যেসকল বিষয় সেবাগহীতাগণ চিহ্নিত করেছেন তাহলো: যততত্র গাড়ী পাকিং, টিকেট কাউন্টারে সিরিয়াল মেইন না করা; টিকেট কাউন্টারে অনেক ভীড় থাকে (জনবল বৃদ্ধি করা যায় কিনা); শিশু ওয়ার্ডে চিকিৎসার মান ভালো কিন্তু শয্যা সংকট; প্রেসক্রিপশনের সকল ঔষধ না পাওয়া ইত্যাদি।

সভায় বক্তাগণ বলেন, ২৫০ শয্যার হাসপাতাল ঘোষণা হলেও ৫০ শয্যারও কম জনবল দিয়ে চিকিৎসা সেবা প্রদান করতে হচ্ছে। রোগীর চাপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। হাসপাতাল তত্বধায়ক মহোদয়ের আন্তুরিকতায় এবং ঐকান্তিক প্রচেষ্টায় নানা সীমাবদ্ধতা থাকা হাসপাতাল কর্তৃপক্ষ সেবা প্রদান করে যাচ্ছে। ২৫০ শয্যা জেলা হাসপাতাল, বাগেরহাট এর তত্বধায়ক ডা: অসীম কুমার সমাদ্দর বলেন, সেবা নেওয়ার মনোভাব নিয়ে সেবাগ্রহীতাদের সেবাগ্রহণ করতে হবে।

প্রতিদিন আউটডোরে প্রায় সহস্রাধিক (এক হাজারেরও বেশি ) মানুষ সেবাগ্রহণ করছে। টিকেট কাউন্টার বৃদ্ধি করা হয়েছে। কর্মীগণ যাতে আরো ভাল করতে পারে সেজন্য তাদের উৎসাহিত করা হবে। যত্রতত্র যাতে গাড়ি পার্কিং করতে না পারে সেজন্য আইন শৃংখলা বাহিনীর সহায়তা চাওয়া হয়েছে। সীমিত জনবল দিয়ে কাক্সিখত সেবাপ্রদানের জন্য আমরা সার্বক্ষনিক চেষ্টা চালিয়ে যাচ্ছি। সকলের সহযোগিতায় ২৫০ শয্যা জেলা হাসপাতাল, বাগেরহাট এর সেবারমান আরো বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

পত্রিকা একাত্তর /শেখ আবু তালেব

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news