বর্ণ সাজ পাঠক ফোরাম এর কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, বান্দরবান

৩ সেপ্টেম্বর, ২০২২, ১ year আগে

বর্ণ সাজ পাঠক ফোরাম এর কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

আলীকদম ২নং চৈক্ষ্যং ইউনিয়নের "বর্ণ সাজ পাঠক ফোরাম ও পাঠাগার"এর আত্ম-প্রকাশ নবগঠিত কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার ০২ সেপ্টেম্বর ২০২২ইং দুপুর সাড়ে ৩ ঘটিকার সময় রেপার পাড়া বাজার সংলগ্ন আওয়ামীলীগ দলীয় কার্যলয়ে বর্ণ সাজ পাঠক ফোরামের প্রতিষ্ঠাতা ও সভাপতি কবি এম,ডি জিয়াবুল এর সভাপতিত্বে পাঠক ফোরামের সাধারণ সম্পাদক বাবু দুর্যয় ত্রিপুরা'এর সঞ্চালনায় এই সভা আয়োজন করা হয়।

সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব দুংড়ি মং মার্মা সম্মানিত সদস্য বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব জামাল উদ্দিন (এম,এ) ভারপ্রাপ্ত সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ আলীকদম উপজেলা শাখা, বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, জনাব কফিল উদ্দিন (বি,এস,সি) ভাইস চেয়ারম্যান আলীকদম উপজেলা পরিষদ, জবাব নাছির উদ্দীন আলীকদম ১নং সদর ইউনিয়ন পরিষদ, জনাব সমর বড়ুয়া সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ আলীকদম উপজেলা শাখা, জনাব ইঞ্জিনিয়ার মিজবাহ উদ্দীন যুগ্ম-সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ আলীকদম উপজেলা শখা, জনাব ফেরদৌস রহমান সাবেক চেয়ারম্যান ২নং চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদ, জনাব ফোগ্য মার্মা সাবেক চেয়ারম্যান ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদ,২নং চৈক্ষ্যং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জনাব উনুমং মার্মা,চৈক্ষ্যং ইউনিয়ন আওয়ামী সাধারণ সম্পাদক জামাল উদ্দিনসহ বর্ণ সাজ পাঠক ফোরামের নবগঠিত সদস্য বৃন্দুসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এসময় অনুষ্ঠানে বক্তারা বলেন বই থেকে প্রাপ্ত জ্ঞান অমূল্য সম্পদ বলেই বই কিনে কেউ কখনো দেউলিয়া হয় না।

বই পৃথিবীর সকল বিষয়ের জ্ঞানের আধার। বই থেকে মানুষ তুলনামূলক কম অর্থঃ ও শ্রমের বিনিময়ে অধিক পরিমাণ জ্ঞান আহরণের সুযোগ লাভ করা যায়। বেঁচে থাকার জন্য মানুষের যেমন খাবার দরকার, তেমনি জীবনকে গতিময় করার জন্য দরকার জ্ঞান। কারণ জ্ঞান হল মনের খোরাক বা খাবার। আর জ্ঞানের আধার হল বই,যে জাতি যতবেশি বই পড়ে জ্ঞানার্জন করে সে জাতি ততবেশি এগিয়ে যায়। তাই ভাষা,শব্দের সৌন্দর্য আর জীবনের আবেগ অনুভূতির গভীরতা উপলব্ধি করতে বই পড়ার কোনো বিকল্প নেই।

পত্রিকা একাত্তর /জমির উদ্দিন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news