গৌরীপুরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, গৌরীপুর

২৮ আগস্ট, ২০২২, ১ year আগে

গৌরীপুরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২৮ আগস্ট সকালে অফিসার্স ক্লাব সভাকক্ষে এ সভা সম্পন্ন হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ। এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ লুতফুন নাহার সভার আলোচ্যসূচি তুলে ধরে সঞ্চালনা করেন।

সভায় উপজেলার সার যেনো বাইরে না যায়, প্রান্তিক কৃষক যেনো ন্যায্য মূল্যে সার পান,বিক্রেতারা যেনো সার চড়া দামে বা ক্যাশ মেমো এবং উপযুক্ত ঠিকানা উল্লেখ ছাড়া বিক্রয় করতে না পারে, উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ যেনো তাদের মনিটরিং জোরদার করে এ সংক্রান্ত বিস্তারিত উল্লেখ পূর্বক সতর্কতা মূলক দিক নির্দেশনা দেওয়া হয়। বিশেষ করে খুচরা ডিলারদের প্রতি মনিটরিং জোরদার করার কথা আলোচনা হয়। প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়।

এতে এসিল্যান্ড মোসাঃ নিকহাত আরা, ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম মিন্টু, কৃষি সম্প্রসারন অফিসার ওয়াহেদ প্রমুখ বক্তব্য রাখেন। এসময় উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ, উপজেলার বিএডিসি ও বিসিআইসির বিভিন্ন সার ডিলারবৃন্দ উপস্থিত ছিলেন।

পত্রিকাএকাত্তর /হুমায়ুন কবির

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news